ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ থেকে মহিলা হ্যান্ডবল লীগ শুরু

প্রকাশিত: ০৬:২৩, ৩১ মে ২০১৫

আজ থেকে মহিলা হ্যান্ডবল লীগ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় রবিবার থেকে আয়োজিত ‘কিউট মহিলা হ্যান্ডবল লীগ’ শুরু হবে। বেলা সাড়ে ১১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বনাম ভিকারুননিসা স্পোর্টস ক্লাব। দুপুর ৩টায় মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান কাজী মাহতাব উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করবেন। এই লীগে দেশের বিভিন্ন সংস্থা/ক্লাব থেকে ১০ হ্যান্ডবল দল দুটি গ্রুপে প্রথম রাউন্ডে খেলবে। প্রথম রাউন্ড শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো সুপার ফোরে অংশ নেবে। লীগের সব খেলা ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসংলগ্ন বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগের চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার, রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি হিসেবে এবং অংশগ্রহণকারী সব ক্লাবকে পাঁচ হাজার টাকা করে অনুদান হিসেবে দেয়া হবে। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লীগ কমিটির চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পরিচালক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক ও লীগ কমিটির সম্পাদক এসএম খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। লীগের বাজেট সাড়ে ছয় লাখ টাকা। পুরো টাকাটাই দিচ্ছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)। ফেডারেশন কাপ রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ডায়মন্ড মেলামাইনের পৃষ্ঠপোষকতায় ‘ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা’ আগামী ১১ জুন থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক রাগবি দল/ক্লাব/সংস্থাকে আগামী ৪ জুনের মধ্যে রাগবি ফেডারেশনে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ৩/বি নং গেট, ২য় তলা, রুম নং-১৬) বরাবর যোগাযোগ করে নিজ দলের নাম তালিকাভুক্ত করতে হবে।
×