ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ইংলিশ টি২০তে গেইল ঝড়

প্রকাশিত: ০৬:০৯, ৩১ মে ২০১৫

এবার ইংলিশ টি২০তে গেইল ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ আধুনিক স্বল্পদৈর্ঘীয় ক্রিকেটের ভয়ঙ্কর নাম ক্রিস গেইল। বিশ্বজুড়ে বোলারদের জন্য আতঙ্ক ক্যারিবিয়ান তারকা আইপিএল, বিপিএল, বিগব্যাশ, সিপিএলসহ খেলেছেন অনেক বিদেশী টি২০ লীগে। বাকি ছিল কেবল ইংল্যান্ড। এবার কুলিন দেশটির ‘ছোট্ট’ ফরম্যাটেও অভিষেক হলো ঝড় তুলে। ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্ট- এ নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন গেইল। ৯২ রানের টর্নেডো ইনিংস খেলে জেতালেন সমারসেটকে, হলেন ম্যাচসেরা। চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রায়ান টেন ডেস্কার্টের এসেক্স। ওপেনার জেসি রাইডার ২৮ বলে ৫৪ ও টম ওয়েস্টলি ৫৬ বলে করেন ৬৮ রান। সমারসেটের হয়ে অধিনায়ক আলফেনসো থমাস ৪ ও জিম এ্যালেন্মি নেন ৩টি করে উইকেট। পাকিস্তানী তারকা সোহেল তানভিরের শিকার ২। জবাবে ব্যাট হাতে নিজের স্টাইলে ঝড় তোলেন গেইল। ৫৯ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ৯২ রানের টর্নেডো ইনিংস খেলে সমারসেটকে দারুণ জয় এনে দেন জ্যামাইকান উইলোবাজ। ওপেনিং সঙ্গী মার্কাস ট্রেসকোথিক করেন ২০ রান। দুরন্ত ইনিংস উপহার দিয়ে ইংলিশ টি২০তে অভিষেকেই ম্যাচ সেরা। সন্তুষ্ট গেইল বলেন, ‘ইংল্যান্ডে খেলাটা সবসময় অন্যরকম রোমাঞ্চের। প্রথম টি২০তেই দলকে জেতাতে পেরে ভাল লাগছে। ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ বিশ্বজুড়ে টি২০ খেলাটা বেশ উপভোগ করেন বলেও জানান তিনি। ‘এত এত দেশে টি২০ খেলছি, এটা দারুণ উপভোগ করি আমি। যদিও সবসময় ভ্রমণ ভাল লাগে না। ক্লান্তি দূর করতে গান শোনা, পার্টিতে যাওয়া, এক-আধটু সুরা পান, এসব দিয়ে চাঙ্গা থাকার চেষ্টা করি।’ সর্বত্র ব্যাট হাতে এতটা সাফল্যের রহস্য কী? এমন প্রশ্নের জবাবে গেইল বলেন, ‘টি২০তে সফল হতে গেলে আপনাকে দু-একজন বোলারকে টার্গেট করতে হবে। বোলারকে কখনই মাথার ওপর চড়ে বসতে দেয়া যাবে না। অনেক সময় সফল হবেন, কখনও বা ব্যর্থ।’ বয়স ৩৬ হতে চলল। দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। দেদার টাকা কামাচ্ছেন। মনও রঙিন। অথচ কেন যে বিয়ে করছেন না- সেই প্রশ্নটা এতদিন অনেকের মনেই উঁকি দিয়েছে। অবশেষে ছাদনাতলায় যাচ্ছেন ক্রিস গেইল! হ্যাঁ, বিয়ে করতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ক্রেজী বয়। সেটা আগামী মাসেই। কাকে বিয়ে করছেন, কে তার মনের মানুষ হয়ে উঠল? না, গেইল নিজে এখনও রহস্য ভাঙ্গেননি। তবে তিনি যে বিয়ে করছেন, এ খবর অনেকটা পাকা। এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণ জানানোর কাজও নাকি সেরে ফেলেছেন! সেই তালিকায় আছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সতীর্থ সরফরাজ খান। তার সঙ্গে গেইলের দারুণ সম্পর্ক। আইপিএল চলাকালীনই এ বন্ধুত্বের গভীরতা বেড়েছে। ‘আমরা এখন ভাল বন্ধু। ওর সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে। গেইলের বিয়েতে থাকছি আমি!’- বলেন তরুণ সরফরাজ।
×