ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

প্রকাশিত: ০৬:০৩, ৩১ মে ২০১৫

পটিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩০ মে ॥ চট্টগ্রামের পটিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে আট শ্রমিককে আটক করে। শনিবার বিকেলে পটিয়া অটো টেম্পো-সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭০-৮০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে পটিয়া অটো টেম্পো-সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন চলছিল। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চললেও নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রধান ফটকে আনসার সদস্য নান্নু শেখ সভাপতি প্রার্থী বদিউল আলমকে লাঠিচার্জ করে। এ ঘটনা কেন্দ্র করে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে দুই শতাধিক কাঁচের বোতল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭০-৮০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে মোঃ মহসিন নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে বদিউল আলম (৪৫), মোজাম্মেল হক (৩০), আহমদুল হক (৪০), সাদেক (২৫), মো. আলম (২৮), ইসমাইল (২৫), মহসিন (২৮), আনসার সদস্য নান্নু শেখ (৪৫), নজরুল (২৭) ও নুরুল হুদাকে (৪০) পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পটিয়া থানার উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বলেন, আনারস প্রতীকের প্রার্থী পরাজিত হওয়ার সম্ভাবনা দেখে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করে। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে আবদুল মান্নান (৩০), মো. ফারুক (২৫), আবদুল আজিজ কালু (২৬), জাহাঙ্গীর আলম (২৫), আবদুল হানিফ (১৮), বেলাল উদ্দিন (২৫), রুবেল (২৬) ও লিটন (২৬) নামে আট শ্রমিককে আটক করেছে।
×