ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খুনীতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৬:০১, ৩১ মে ২০১৫

খুনীতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি ॥ শাজাহান খান

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩০ মে ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করার জন্য, যে সন্ত্রাসী কর্মকা- শুরু করেছিল, সহিসংতা শুরু করেছিল, সেই কারণে বিএনপি নিজেরাই তাদের কবর রচনা করেছে। সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা- করে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী। শনিবার সকালে মাদারীপুরের রাজৈরে সানেরপাড়-আমগ্রাম সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী আরও বলেন, ‘গণহত্যা করে কখনই গণতন্ত্র হবে না, গণহত্যা করে খুনীতন্ত্র হবে। বিএনপি খুনীতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেই বিএনপি-জামায়াত বাসে পেট্রোলবোমা মেরে এই গণহত্যাগুলো চালিয়েছে।’ মেঘালয়ের শিলং জেলা ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি নেতা সালাহউদ্দিনের জামিন বাতিল করায়, তা নিয়ে বিএনপি’র কোন বিতর্ক করার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নৌমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিনের বিরুদ্ধে দেশে যে মামলা রয়েছে, তিনি ফিরে আসলে দেশের আইনেই তার বিচার হবে। সালাহউদ্দিনের মদদ পেয়েই সন্ত্রাসীরা বাসে পেট্টোলবোমা মেরেছে, মানুষ হত্যা করেছে। শিশু হত্যা করেছে, এই বিচার দেশের আইনেই হবে।’ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সীসহ প্রমুখ।
×