ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৪৭ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করতে পারেনি একজনও

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ মে ২০১৫

৪৭ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করতে পারেনি একজনও

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় দেশের ৪৭ শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের রেকর্ড করেছে পাঁচ হাজার ৯৫ শিক্ষা প্রতিষ্ঠান। সব শিক্ষা বোর্ডের মধ্যে শতভাগ পাস এবং ফেলের তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডের দুই হাজার ৫২৩ শিক্ষা প্রতিষ্ঠানের একজনও ফেল করেনি অন্যদিকে ৩৮ মাদ্রাসার একজনও পাস করতে পারেনি। উভয় ক্ষেত্রেই সারাদেশে যা রেকর্ড। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৬ হাজার ৫৯১ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও ছাত্রছাত্রী পাস করতে পারেনি। ঢাকা এবং যশোর বোর্ডের দুটি করে এবং দিনাজপুর বোর্ডের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৩৫৯। সব থেকে বেশি সংখ্যক ৯৬৯ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাজশাহী বোর্ডে। শতভাগ পাসের তালিকায় ঢাকা বোর্ডের ৪৭৮, কুমিল্লার ১৭৬, যশোরের ১৯৪, চট্টগ্রামের ৪০, বরিশালের ১৪৬, সিলিটের ৩৬, দিনাজপুর বোর্ডে ৩২০ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কারিগরি শিক্ষাবোর্ডে শতভাগ ফেল করা কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। তবে ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। সারাদেশে শূন্য থেকে ১০ ভাগ পাসের হারের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯, দশ থেকে ২০ ভাগ পাসের হারের প্রতিষ্ঠানের সংখ্যা ৫০, কুড়ি থেকে ৫০ ভাগের মধ্যে পাসের হারের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৪১ আর পাসের হার ৫০ ভাগের উর্ধে রয়েছে ২১ হাজার ৭৭৪ শিক্ষা প্রতিষ্ঠানের। এসএসসি, দাখিল কারিগরি পরীক্ষায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৮১৬।
×