ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝানাদু শহর...

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ মে ২০১৫

ঝানাদু শহর...

একদল প্রতœতাত্ত্বিক আবিষ্কার করলেন হারিয়ে যাওয়া খ্যাতিমান ঝানাদু শহর। এটি ১২৫৬ থেকে ১৩৬৮ সাল পর্র্যন্ত বেশ রমরমা ছিল। শহরটি তৈরি করেছিল চেঙ্গিস খানের নাতিরা। তারা শহরটিকে চীনের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ব্যবহার করত। প্রতœতত্ত্ববিদরা খনন করতে গিয়ে একটি রঙিন ড্রাগনের মাথা খুঁজে পায়। এটি ছিল মাটির তৈরি। এটি সে সময়কার চীনা সংস্কৃতির একটি বাহক। ড্রাগনের মাথাটি খুুঁজে পাওয়া যায় নয় হাজার বর্গমিটার এলাকাজুড়ে আবিষ্কৃৃত এক প্রাসাদের ভেতর। প্রাসাদটির নমুনা দেখে বোঝা যায়, এটি আজকের যুগের হোয়াইট হাউসের মতো। প্রতœতাত্ত্বিকরা এখানে ঘোড়ার জন্য তৈরি ঢালুু পথ খুঁজে পায়। এছাড়া অনেক প্রতœতাত্ত্বিক জিনিসপত্র খুঁজে পাওয়া যায়, যেগুলোর সবই রঙিন। এমনকি সবুজ ও হলুদ রঙের মাটির তৈরি মাছের মাথাও পাওয়া যায়। এগুলো থেকেই বোঝা যায়, এই শহরটি ঝকমকে রঙিন ছিল। কুবলাই খানের সহায়তায় শহরটির গোড়াপত্তন হয়েছিল। আবিষ্কৃত শহরটি সে সময়কার চীন ও মঙ্গোলিয়ার মানুষের জীবনধারার উজ্জ্বল নির্দশন। সূত্রঃ লাইভ সায়েন্স।
×