ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোস্তফা কামালকে ডালমিয়ার চিঠি

প্রকাশিত: ০৬:১৭, ৩০ মে ২০১৫

মোস্তফা কামালকে ডালমিয়ার চিঠি

স্পোর্টস রিপোর্টার ॥ গত রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচ দেখতে কলকাতায় যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার আমন্ত্রণে আইপিএলের ফাইনাল ইডেন গার্ডেনে বসে উপভোগ করেন বাংলাদেশ সরকারে পরিকল্পনামন্ত্রী। কলকাতা পৌঁছার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিসিসিআইর সভাপতি জগমোহন ডালমিয়া মোস্তফা কামালকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন। পরিকল্পনামন্ত্রীর এ সফরে জগমোহন ডালমিয়া দুই দেশের ক্রিকেট সম্পর্ককে অত্যন্ত মজবুত ও গভীর আখ্যায়িত করেছেন। এ প্রসঙ্গে জগমোহন ডালমিয়া বলেন, ‘ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক সবসময় অতি উঁচুতেই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ তারই ধারাবাহিকতায় গত বুধবার ডালমিয়া মোস্তফা কামালকে ভারত সফর করায় ধন্যবাদ জানিয়ে একটি পত্রও পাঠান। সঙ্গে কিছু ছবিও পাঠিয়েছেন, যা শুক্রবার পরিকল্পনামন্ত্রীর কাছে এসে পৌঁছায়। চিঠিতে ডালমিয়া লেখেনÑ ‘সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল খেলা দেখতে আসায় আমরা সত্যি আনন্দিত। আপনার উপস্থিতি নিশ্চিতভাবেই ফাইনালটিকে আরও উজ্জ্বল করেছে। অত্যন্ত ব্যস্ত সফরসূচীর মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সফরকালে আমাদের সঙ্গে আপনার অন্তরঙ্গ মুহূর্তে তোলা কিছু ছবি পাঠিয়ে দিলাম। আবার দেখা হবে।’
×