ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যান্ডারসনের ৪০০

প্রকাশিত: ০৬:১৭, ৩০ মে ২০১৫

এ্যান্ডারসনের ৪০০

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে ভাগ্যবিধাতার খেয়াল বোঝা দায়। প্রথম টেস্টে নেমেছিলেন ৩৯৭ উইকেট নিয়ে, ঐতিহাসিক লর্ডসে এ্যান্ডারসনের মাইলস্টোন দেখতে মুখিয়ে ছিল গোটা ইংল্যান্ড। ক্যারিয়ারে ১৭ বার ৫ উইকেট যার ঝুলিতে দুই ইনিংস মিলিয়ে শিকার ২! অপেক্ষার প্রহর খুব দীর্ঘ হয়নি। সেই তিনিই কাল লিডসের দ্বিতীয় টেস্টে অনন্য উচ্চতায় উঠতে ৮টি ডেলিভারিকেই যথেষ্ট মনে করলেন! দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মার্টিন গাপটিলকে তুলে নিয়ে ৪০০ উইকেটের গৌরবময় মাইলফলকে ঢুকে পড়লেন ইংল্যান্ড পেসার জেমস এ্যান্ডারসন। বৃষ্টির জন্য খেলা প্রায় দুই ঘণ্টা দেরিতে শুরু। টস জিতে জিমির হাতে বল তুলে দেন অধিনায়ক এ্যালিস্টার কুক। প্রথম ওভার মেডেন। অষ্টম বলে ফুল লেন্থ ডেলিভারি সামলাতে ব্যর্থ গাপটিল সেকেন্ড সিøপে ক্যাচ তুলে দিলেন ইয়ান বেলের হাতে। এ্যান্ডারসনকে ঘিরে সতীর্থদের উল্লাস। এরপর একই ওভারের চতুর্থ বলে কেন উইলিয়ামসনকেও ফিরিয়ে দলকে এনে দিলেন দারুণ সূচনা। প্রথম ইংলিশ বোলার ও টেস্ট ইতিহাসের অষ্টম পেসার হিসেবে ৪শ’ উইকেট শিকারের গৌরব অর্জন করেন ৩২ বছরের ল্যাঙ্কাশায়ার হিরো। রাতে এ রিপোর্ট লেখার সময় ৮ ওভারে ২ উইকেট হারিয়ে সফরকারী নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২ রান। ব্যক্তিগত ২৬ রানে ব্যাট করছিলেন ওপেনার টম লাথাম। ২ রান নিয়ে তার সঙ্গে ছিলেন রস টেইলর। প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ইংল্যান্ড। ‘ইনভেস্টেক’ সিরিজ বাঁচাতে হেডিংলিতে জয়ের বিকল্প নেই বিশ্বকাপের রানার্সআপ কিউইদের। কিন্তু কাজটা যে দুরূহ, শুরুতেই বল হাতে সেটি বুঝিয়ে দিচ্ছেন ‘সুপার’ এ্যান্ডারসন। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে (এপ্রিল-মে’১৫) সাবেক কিংবদন্তি ইয়ান বোথামকে (৩৮৩) টপকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছিলেন এ্যান্ডারসন। এবার প্রথম ইংলিশ বোলার হিসেবে বসলেন ৪শ’র এলিট ক্লাবে। দেশটির হয়ে বর্তমানে খেলছেন এমন বোলারদের মধ্যে ২৮০ উইকেট নিয়ে এ্যান্ডারসনের পেছনে স্টুয়ার্ট ব্রড আছেন ষষ্ঠ স্থানে! টেস্ট ইতিহাসে সর্বোপরি ৪শ’ বা তার বেশি উইকেট নেয়া অষ্টম বোলার এ্যান্ডারসন। ৫৬৩ উইকেট নিয়ে এ তালিকায় সবার ওপরে সাবেক অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাকগ্রা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস (৫১৯) ও ভারতের কপিল দেব (৪৩৪)। পেসার হিসেবে বর্তমানে খেলে যাওয়াদের মধ্যে এ্যান্ডারসনই সবার ওপরে! টেস্ট ইতিহাসের শীর্ষ তিন উইকেট শিকারিই অবশ্য স্পিনার! ৮০০ উইকেট নিয়ে যেখানে সবার ওপরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন। পরের দুটি স্থানে যথাক্রমে অসি লিজেন্ড শেন ওয়ার্ন (৭০৮) ও ভারতীয় লেগি অনিল কুম্বলে (৬১৯)। ২০০৩ সালের ২২ মে লর্ডসে জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট অভিষেক ওয়াসিম আকরাম-উত্তর যুগের সেরা ‘সুইং-মাস্টার’ বলে পরিচিত এ্যান্ডারসনের।
×