ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পিনে ভাল করা চ্যালেঞ্জিং হবে ॥ তাইজুল

প্রকাশিত: ০৬:১৬, ৩০ মে ২০১৫

স্পিনে ভাল করা চ্যালেঞ্জিং হবে ॥ তাইজুল

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি ঘরোয়া সিরিজ আসন্ন। পাকিস্তানের পর এবার ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে অবতীর্ণ হবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যেই শুক্রবার দ্বিতীয় দফায় শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। আর প্রথম দিনের ক্যাম্প শেষে জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম দাবি করেন বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বেশ তুঙ্গে এবং ভাল অবস্থানে আছে দল। তিনি মনে করেন, ভারতের বিরুদ্ধে স্পিনের লড়াই হবে এবং যেহেতু তারা স্পিন ভাল খেলে তাই ভাল করাটা চ্যালেঞ্জিং হবে। খুব বেশিদিন ক্রিকেটের বাইরে থাকতে হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ চলতি মাসের প্রথম দিকে শেষ হয়েছে। এরপর বিসিএলেও খেলেছেন ক্রিকেটাররা। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য পুরোপুরিই প্রস্তুত আছে বাংলাদেশ দল। এ বিষয়ে তাইজুল বলেন, ‘মানসিক প্রস্তুতির বিষয়টি হচ্ছে আমরা বিসিএলের শেষ রাউন্ডে সবাই খেলেছি সেটাই। পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ খুব বেশিদিন আগে শেষ হয়নি। আসলে আমরা সবাই অনুশীলনের মধ্যেই আছি। আমাদের আত্মবিশ্বাসের পর্যায়টা এখনও ভাল আছে। আশা করছি ভারতের বিরুদ্ধে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজটাও অনেক ভাল হবে।’ ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লায়। তাইজুল বলেন, ‘ফতুল্লায় জাতীয় ক্রিকেট লীগ ও বাংলাদেশ ক্রিকেট লীগে আমরা অনেক ম্যাচ খেলেছি। কিছু কিছু সময় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উইকেট স্পিনবান্ধব হয়ে ওঠে। এ মাঠটা আমার জন্য বেশ পয়মন্ত।’ বিসিএলের শেষ রাউন্ডে খেলতে নেমেই ঘূর্ণি বলে দারুণ সাফল্য পেয়েছেন তাইজুল। শিকার করেছেন ৫ উইকেট। কিন্তু ভারতের বিরুদ্ধে স্পিনে ভাল করাটা চ্যালেঞ্জিং মনে করেন এই বাঁহাতি তরুণ স্পিনার। তিনি বলেন, ‘বিসিএলে আমি ৫ উইকেট পেয়েছি। এটা অবশ্যই আমার বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। ভারত সবসময়ই স্পিন ভাল খেলে, সেজন্য তাদের বিরুদ্ধে স্পিন বোলিংয়ে ভাল করাটা চ্যালেঞ্জিং। আমাদের সে চ্যালেঞ্জ নিতে হবে। আমি পাকিস্তানের বিরুদ্ধে বোলিং করেছি, তারাও স্পিন ভাল খেলে। আশা করছি এবারও খারাপ হবে না। উভয় দলেরই ভাল স্পিনার আছে। এর মধ্যে যারা ভাল বোলিং করবে তারাই উইকেট পাবে।’
×