ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সানিয়াদের বিদায় প্রথম রাউন্ডেই

প্রকাশিত: ০৬:১৪, ৩০ মে ২০১৫

সানিয়াদের বিদায় প্রথম রাউন্ডেই

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে মিশ্র দ্বৈতে শিরোপা জিতলেও, এবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সানিয়া। মিশ্র দ্বৈত প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সানিয়া মির্জা ও ব্রুনো সোরেস জুটি। বৃহস্পতিবার তারা আনা লিনা গ্রোয়েনফেল্ড ও জিন জুলিয়ান রজারের বিপক্ষে সরাসরি সেটে ২-৬, ২-৬ ব্যবধানে হার মানেন। রোঁলা গাঁরোয় ৫৬ মিনিটেই খেলার নিষ্পত্তি ঘটে। ইন্দো-ব্রাজিলিয়ান জুটি প্রথম সেটে ৩-০ ব্যবধানের লিড নিলেও জার্মান-ডাচ্ জুটি দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় সেটের প্রথমে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হতাশবেই মিশ্র দ্বৈত থেকে সানিয়াদের বিদায় নিতে হয়। দ্বিতীয় রাউন্ডে চাইনিস তাইপে-অস্ট্রেলিয়ার জুটি ইয়াং জান চান ও জন পিয়ার্সের মুখোমুখি হবেন গ্রোয়েনফেল্ড ও রজার। ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনের মিক্সড ডাবলস বা মিশ্র দ্বৈতের শিরোপা জেতেন সানিয়া। তাই এবারও তার ওপর প্রত্যাশা ছিল? তবে মিশ্র দ্বৈতে হারলেও ভারতের এই টেনিস তারকা মহিলা ডাবলসে কিন্তু জয় দিয়েই শুরু করেছেন। বুধবার প্রথম রাউন্ডে জার্মান-চেক জুটি জুলিয়া-বার্বোরাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন সানিয়া ও মার্টিনা হিঙ্গিস জুটি?
×