ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তেভেজকে সমীহ করছেন মেসি

প্রকাশিত: ০৬:১৪, ৩০ মে ২০১৫

তেভেজকে সমীহ করছেন মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠেই স্বদেশী লিওনেল মেসির উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন কার্লোস তেভেজ। এই দুই আর্জেন্টাইন সুপারস্টার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে আগামী ৬ জুন মুখোমুখি হবেন। অর্থাৎ মেসির বার্সিলোনা ও তেভেজের জুভেন্টাস শিরোপানির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই লড়াই নিয়ে এখনই সরগরম ফুটবলবিশ্ব। তেভেজের হুঙ্কারকে হেলাফেলা করছেন না বার্সিলোনার সুপারস্টার। ক্ষুদে এই জাদুকর শুক্রবার এক সাক্ষাতকারে তেভেজ ও তার দল জুভেন্টাসকে সমীহ করার কথা জানিয়েছেন। কাগজে-কলমে ফুটবল বিশ্লেষকরা বার্সাকে এগিয়ে রাখলেও মেসিকে মনে হচ্ছে তিনি ভয় পাচ্ছেন! ফাইনালে জুভেন্টাস হুমকি হয়ে দাঁড়াবে বলে বার্সাকে সতর্ক করে দিয়েছেন মেসি। বিশেষ করে ছন্দে থাকা কার্লোস তেভেজকে নিয়েই তার যত ভীতি। স্পোর্ট প্রিমিয়ামকে দেয়া সাক্ষাতকারে মেসি বলেন, জুভেন্টাস শারীরিকভাবে খুবই শক্তিশালী। তাদের দলে সেরা মানের কয়েকজন খেলোয়াড় আছেন। তেভেজ ওদের মূল শক্তি। তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। রেকর্ড টানা চারবারের ফিফা সেরা ফুটবলার আরও বলেন, ‘এটা ফাইনাল। যেকোনো কিছুই ঘটতে পারে। ওই ম্যাচের জন্য আমরা ভালভাবেই প্রস্তুত হচ্ছি। বল পজিশনসহ আক্রমণাত্মক কৌশলই পার্থক্য গড়ে দেবে। বিন্দুমাত্র ভুল হলেই বিপদ ঘটবে। পুরো ম্যাচেই নিখুঁত ফুটবল খেলতে হবে। তাহলেই শেষ হাসি হাসা যাবে।’ এবার বার্সার হয়ে মেসির চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জয়ের হাতছানি। এর মধ্য দিয়ে ফিফা ব্যালন ডি’অরের মুকুট পুনরুদ্ধারের পথেও এগিয়ে যাবেন। তবে এক যুগ পর ফাইনালে নাম লেখানো জুভেন্টাস ছেড়ে কথা বলবে না বলেই মনে করছেন ফুটবল প-িতরা। ফাইনাল ম্যাচ নিয়ে জুভেন্টাস তারকা তেভেজ সেমির পর বলেছিলেন, মেসি বিশ্বের সেরা ফুটবলার। সেমিফাইনালে ও দুর্দান্ত ফুটবল খেলেছে। গোটা বিশ্বকেই দেখিয়ে দিয়েছে ও আসলে কী করতে পারে। মেসি অন্য গ্রহের ফুটবলার। তবে ওকে নিয়ে আমার কোন সমস্যা নেই। আমরা আমাদের সেরাটা খেলতে চাই। দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে যাওয়া আমাদের কাছে প্রত্যাশিত ছিল। এখন বার্লিনে বার্সিলোনার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের দলটা দুর্দান্ত ফুটবল খেলছে। কোন দল আমাদের হারাতে পারেনি। আমরা ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত।
×