ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে বাস ও ট্রাক নদীতে

প্রকাশিত: ০৬:০০, ৩০ মে ২০১৫

দিনাজপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে বাস ও ট্রাক নদীতে

স্টাফ রিপোর্টার দিনাজপুর/নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়ী হাট সংলগ্ন দিনাজপুর-ঢাকা সড়কে যানবাহনের ভারে লোহার একটি বেইলি ব্রিজ ধসে পড়েছে। এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন শ’খানেক মানুষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে। এর পর থেকে এই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী হানিফ নৈশকোচ. পাথরভর্তি ১০ চাকাবিশিষ্ট ২টি ট্রাক, ১টি বালুর ট্রলি, টমেটোসহ অনান্য কাঁচামাল বোঝাই ১টি পিকআপ ও ১টি মোটরসাইকেল একযোগে উঠলে ভার সহ্য করতে না পেরে ব্রিজের একাংশ ধসে পড়ে। ইছামতি নদীর গভীর পানিতে না পড়ে ভাগ্যক্রমে যানবাহনগুলো ব্রিজে আটকে থাকে। তাৎক্ষণিকভাবে চারপাশ থেকে শত শত লোকজন ছুটে এসে আটকে পড়া লোকজনদের উদ্ধার করে। খবর পেয়ে পার্বতীপুর, ফুলবাড়ী, দিনাজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। চারপাশের জেলা ও থানা থেকে র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা এসে সার্চ লাইট জ্বালিয়ে এলাকাটি ঘিরে রাখে। সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। দিনাজপুর ও রংপুরে উদ্ধার যন্ত্র না থাকায় বগুড়া থেকে হাইওয়ে পুলিশের ভারি ক্রেন ও রোটার মেশিন এনে উদ্ধার কাজ শুরু করা হয়। সারারাত ধরে উদ্ধার কাজ চালিয়ে ৩টি যানবাহন উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। পার্বতীপুরের ইউএনও মোঃ রাহেনুল ইসলাম ও মডেল থানার ওসি মোঃ মাহমুদুল আলম শুক্রবার দুপুরে জানান, রোটার যন্ত্রের প্রিমিয়াম ভেঙ্গে যাওয়ায় কাজের ব্যাঘাত হয়েছে।
×