ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে বেতন পাচ্ছেন না ২২ গ্রাম পুলিশ

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ মে ২০১৫

সিলেটে বেতন পাচ্ছেন না ২২ গ্রাম  পুলিশ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বেতনই মাত্র ১৯শ’ টাকা। এ টাকা দিয়েই চলে তাদের সংসার। তার মধ্যে আবার ৪ মাসের বাকি। ফলে মানবেতন দিনযাপন করছেন ২২ গ্রামপুলিশ। ঘটনাটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার। জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলায় তিনটি ইউনিয়নে ২২ গ্রামপুলিশ রয়েছেন। এর মধ্যে ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে ৫ জন, ২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদে ১০ জন ও ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদে ৭ জন। ঘিলাছড়া ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার আব্দুল হাই জানান, চার মাস থেকে তিনি কোন বেতন-ভাতা পাচ্ছেন না। স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিগত চার মাস থেকে তারা বেতন-ভাতা পাচ্ছেন না। বেতন না পাওয়ায় পরিবার নিয়ে বড় কষ্টের মধ্যে আছেন তারা। তিনি জানান, গ্রাম পুলিশের দফাদাররা প্রতি মাসে ২১শ’ টাকা বেতন পান। এছাড়াও মহল্লাদার মাত্র ১৯শ’ টাকা বেতন পান। আর এই টাকা দিয়েই তাদের সারা মাস চলতে হয়। কিন্তু অভাবের সংসারে এই টাকা কিছুই হয় না।
×