ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বনকর্মীদের ওপর হামলা করে গাছ লুট ॥ কর্মকর্তা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ মে ২০১৫

বনকর্মীদের ওপর হামলা করে গাছ লুট ॥ কর্মকর্তা গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ২৯ মে ॥ রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি ফরেস্ট রেঞ্জ বগাবিলি বনবিটের সংরক্ষিত পোড়া বনাঞ্চল এলাকায় হানা দিয়ে বন কর্মকর্তাকে গুলি করে বিপুল পরিমাণ গাছ নিয়ে গেছে দুর্বুত্তরা। এ সময় ২০-২৫ বনদস্যুর সঙ্গে বনকর্মীদের গুলিবিনিময় হয়। সন্ত্রাসীদের গুলিতে বগাবিলি বনবিট কর্মকর্তা দিলিপ কান্তি বড়ুয়া গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে। বনকর্মীদের ওপর হামলা করে ৩ লক্ষাধিক টাকার সরকারী গাছ চাঁদের গাড়ি ভর্তি করে ছিনতাই করা হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। রাঙ্গুনিয়া ইছামতি রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত) ইসমাইল হোসেন জানান, রাত ৩টার দিকে রাঙ্গুনিয়ার চিহ্নিত কাঠ পাচারকারী সশস্ত্র সন্ত্রাসীরা বগাবিলি বিটের ২০০৪-০৫ সালে সরকারী বন বাগানে হানা দেয়। এ সময় জসিম, নুরনবী, হোসেন, টিপু, মনছুর, মাহাবু, শাহাবুদ্দিনসহ আরও বেশ কয়েক সশস্ত্র চিহ্নিত সন্ত্রাসী সরকারী বাগানের মূল্যবান গাছ কেটে একটি চাঁদের গাড়ি (নং ঢাকা-ক-৩৮১৫) ভর্তি করে পাচার করে নিয়ে যাওয়ার সময় বগাবিলি বিট কর্মকর্তা দিলিপ কান্তি বড়ুয়ার নেতৃত্বে বনকর্মীরা বাধা দেয়। পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বনকর্মী ও পুলিশ পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের এক পর্যায়ে বিট কর্মকর্তা দিলিপ বড়ুয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে চাঁদের গাড়ি ভর্তি করে সরকারী কাঠ নিয়ে পালিয়ে যায়।
×