ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিলং জেলা আদালতে জামিন পেলেন সালাহউদ্দিন

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ মে ২০১৫

শিলং জেলা আদালতে জামিন পেলেন  সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে আইনী হেফাজতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ জামিন পেয়েছেন। শুক্রবার বিকেলে শিলং জেলা জজ আদালত তাকে জামিন দেয়। এর আগে সালাহউদ্দিন আহমদের জামিন চেয়ে তাঁর স্ত্রী হাসিনা আহমদের করা আবেদনের শুনানি হয় আদালতে। বুধবার শিলং আদালত সালাহউদ্দিনকে ১৪ দিনের আইনী হেফাজতে পাঠান। আইনী হেফাজতে নেয়ার পর অসুস্থ বোধ করায় বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভারতের শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে ভর্তি করা হয় সালাহউদ্দিন আহমদকে। ২২ মে উন্নত চিকিৎসার জন্য হাসিনা আহমেদ তার স্বামীর জামিনের জন্য আবেদন করেন স্থানীয় জেলা আদালতে। জামিন পাওয়ার পর আইনী হেফাজতে মেঘালয়ের শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে রয়েছেন সালাহউদ্দিন আহমদ। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় নেগ্রিমসের চিকিৎসকরা তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পক্ষে মত দিয়েছেন। সালাউদ্দিন এখন বুকের ব্যথার পাশাপাশি ডায়রিয়ায় ভুগছেন বলে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ভারতের বিদেশ আইন অনুসারে সালাহউদ্দিন আহমদকে গ্রেফতার দেখায় মেঘালয় পুলিশ। বর্তমানে ভারতে অবস্থানরত সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর জামিন চেয়ে মেঘালয় রাজ্যের শিলং আদালতে যে আবেদন করেছিলেন তার শুনানি হয় শুক্রবার। জামিন আবেদনে বলা হয়েছে সালাহউদ্দিন আহমদ গুরুতর অসুস্থ। সুস্থ হওয়ার জন্য তার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। সালাহউদ্দিনের পাসপোর্ট ও সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আবেদনের সঙ্গে আদালতে জমা দেয়া হয়। বিএনপি জোটের দেশব্যাপী টানা অবরোধ কর্মসূচী চলাকালে ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় নিখোঁজ হন সালাহউদ্দিন আহমদ। এর পর ৬৩ দিন পর ১২ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের মিমহ্যানস হাসপাতাল থেকে স্ত্রী হাসিনা আহমদকে ফোন দিয়ে জানান তিনি বেঁচে আছেন। পরে শিলং পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, ১১ মে সকালে শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে সালাহউদ্দিন আহমদকে আটক করা হয়।
×