ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিদ্যুত, পাঁচ হাজার পরিবারে আনন্দ

প্রকাশিত: ০৫:৪৭, ৩০ মে ২০১৫

ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিদ্যুত, পাঁচ হাজার পরিবারে আনন্দ

কামরুজ্জামান বাচ্চু ॥ পটুয়াখালী জেলার বাউফলের সবকটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে। ঘরে ঘরে নতুন সংযোগে দেয়ার জন্য বাড়ানো হচ্ছে সাব-স্টেশনগুলোর ধারণক্ষমতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দ্রুত এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে বাউফলের দুই তৃতীয়াংশ গ্রামে বিদ্যুতের লাইন সম্প্রাসারণ করা হয়েছে। এখন চলছে সংযোগ দেয়ার কাজ। বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের মাধ্যমে এ কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বাউফলে প্রায় ১ হাজার ৫শ’ কিলোমিটার এলাকায় বিতরণকৃত লাইনের মাধ্যমে ৩৫ হাজার গ্রাহককে বিদ্যুতের সুবিধা দেয়া হয়েছে। যার অর্ধেকেরও বেশি বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। এজন্য বাউফলের গোসিংঙ্গা ৫ এমভিএ সাব-স্টেশনটি প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ এমভিএতে উন্নতিকরণ করা হয়। বর্তমানে কালীশুরী এলাকায় ১০ এমভিএর আরেকটি সাব-স্টেশনের নির্মাণ কাজ চলছে। এ সাব-স্টেশনটি চালু হলে বাউফলে প্রায় সব কটি গ্রামের ঘরে ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে যাবে। ২০০১ সালে পিডিবি থেকে বাউফল পল্লী বিদ্যুত সমিতির কাছে বিদ্যুত বিতরণের দায়িত্ব দেয়ার পর থেকে উপজেলায় বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের সম্প্রসারণ কাজ শুরু হয়। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ ছিল অপ্রতুল্য। আওয়ামী লীগ সরকারের বর্তমান সময়ে বাউফলের গোসিংগা বিদ্যুতের সাব-স্টেশনের ক্ষমতা বৃদ্ধি ও কালীশুরী এলাকায় নতুন একটি সাব-স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। গোসিংগা সাব-স্টেশনের উন্নতিকরণের পর এখন নতুন করে গ্রাহকেদের বিদ্যুত সংযোগ দেয়ার কাজ চলছে। এর ধারাবাহিকতায় জাতীয় সংসদের সরকার দলীয় চীফ হুইপ গত ১৭ মে বাউফলের ১৪টি গ্রামে নতুন করে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। এসব গ্রামের ৩৫ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন নির্মাণ করে এ সংযোগ প্রদান করেছেন। নতুন করে আলোকিত গ্রামগুলো হচ্ছেÑ নাজিরপুর, সুলতানাবাদ, গাঝিমাঝি, ইন্দ্রোকুল, দাশপাড়, খেজুরবাড়িয়া, গোসিংগা, বিলবিলাস, দক্ষিণ শৌলা, মধ্য শৌলা ও উত্তর শৌলা, কপুরকাঠি, আয়নাবাজ কালাইয়া ও মধ্য কালাইয়া। এসব গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার স্বল্প সময় বিদ্যুত সংযোগ পেয়ে আনন্দিত হয়েছেন। বাউফলের দাশপাড়া গ্রামের কৃষক সোবাহান মৃধা বলেন, শহরের কাছাকাছি আমার বাড়ি হলেও বিদ্যুত সুবিধা ভোগ করতে পারিনি। ঘরের সামনে দাঁড়িয়ে অদূরে বিদ্যুতের আলো জ্বলতে দেখে খারাপ লাগত। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় নিজ ঘরে বিদ্যুত সংযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। একই এলাকার আবদুল রহিম বলেন, চীফ হুইপ সাহেব (আসম ফিরোজ) বিদ্যুত সংযোগের উদ্বোধনের পর, এখন আমাদের গ্রামটি বিদ্যুতের আলোয় আলোকিত। ভাবতে খুবই ভাল লাগছে। দুই একদিনের মধ্যে শহরের গিয়ে একটি টিভি কিনব। তিনি এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। এ বিষয়ে জাতীয় সংসদের চীফ হুইপ ও বাউফলের এমপি আসম ফিরোজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বল্প সময়ের মধ্যে এ উপজেলার প্রত্যেকটি ঘরে বিদ্যুত সংযোগ প্রদান করা হবে। সে লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলেছে।
×