ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবারের দুই ঈদে নৌপথে যাত্রী পারাপারে সতর্ক সরকার ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪০, ৩০ মে ২০১৫

এবারের দুই ঈদে নৌপথে যাত্রী পারাপারে সতর্ক সরকার ॥  নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ মে ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্ষা মৌসুমে দুটি ঈদ পড়ায় নৌপথে যাত্রী পারাপার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলদিয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে চলাচলকারী লঞ্চে তাদের ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী তোলা হবে। অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেলে ফেরিতে তাদের পারাপার করা হবে। যাতে লঞ্চের ঘাটতি পোষানো যায়। শুক্রবার সকালে মাদারীপুর লেকের সৌন্দর্য্যবর্ধন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী আরও বলেন, সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলে যে লঞ্চগুলো চলাচল করে সেক্ষেত্রেও ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী তোলা হবে। বিআইডব্লিউটিসির এমভি বাঙালী জাহাজটি কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে এবারের ঈদে নিয়ে আসা হবে। এছাড়াও আরও একটি বড় জাহাজ নিয়ে আসা হবে। যাতে করে দুটি ঈদেই নৌপথে যাত্রীদের উন্নতমানের সেবা দেয়া যায়। বিএনপি নেতা সালাহউদ্দিন আহম্মেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তালেবানের মতো বিবৃতি দিয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন উদোর পি-ি বুধোর ঘাড়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে, সরকার এসব দায়-দায়িত্ব নেবে না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।
×