ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাধুরীকে আইনী নোটিস

প্রকাশিত: ০৪:৩২, ৩০ মে ২০১৫

মাধুরীকে আইনী নোটিস

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের হরিদ্বারের খাদ্য বিভাগ বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে আইনী নোটিস পাঠিয়েছে। ভারতজুড়ে খাদ্য পণ্যের বিরুদ্ধে চলা তদন্তের পর এ অভিনেত্রীকে আইনী নোটিস পাঠিয়েছেন তারা। মাধুরীকে আইনী নোটিস পাঠানোর কারণ হিসেবে জানা গেছে ওই পণ্যের একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। এখন হরিদ্বারের খাদ্য বিভাগের প্রশ্ন, কিসের ভিত্তিতে মাধুরী প্রচারে সাহায্য করছেন? কারণ ওই পণ্যে এমন কিছু পদার্থ পাওয়া গেছে যেগুলো ভারতে নিষিদ্ধ। এই নোটিসে মাধুরীকে সাধারণ মানুষকে বিপথে চালনা করার অভিযোগও করা হয়েছে। হরিদ্বার খাদ্য বিভাগের তরফ থেকে এই নোটিস ‘মিস গাইডিং’ ও ‘মিস রাইডিং’র ভিত্তি সেকশন ২৪ এর ভিত্তিতে জারি করা হয়েছে। নোটিস অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে মাধুরীকে জবাবদিহি করতে বলা হয়েছে। যদি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে ব্যর্থ হন তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে।
×