ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়া থিয়েটারের নাট্য উৎসব শুরু

প্রকাশিত: ০৪:৩১, ৩০ মে ২০১৫

বগুড়া থিয়েটারের নাট্য উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ হাতের মুঠোয় হাজার বছর সেøাগানে শুক্রবার সকালে বগুড়া থিয়েটারের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ছয় দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন নাট্যজন শ্যামল ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মিউজিক এ্যাসোসিয়েশন বগুড়ার আতিকুর রহমান মিঠু। শহরের শহীদ টিটু মিলনায়তনে উদ্বোধন ও আনন্দ পদযাত্রার পর দিনভর স্মৃতিচারণ অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। সান্ধ্য অধিবেশনের প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। উদ্বোধন করেন এটিএন বাংলার উপদেষ্টা (সেলস) শামছুল হুদা। সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের সভাপতি এ এইচ আযম খান ও সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। ছয়দিনের অনুষ্ঠানে শুক্রবার মঞ্চস্থ হয় নাটক ‘কৈবর্ত বিদ্রোহ’। আজ মঞ্চস্থ হবে ‘দ্রোহ’। এরপর একে একে মঞ্চস্থ হবে ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘কোর্ট মার্শাল’, ‘কিত্তনখোলা’ ও ‘শেষের রাত্রি’। এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
×