ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:২৭, ৩০ মে ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংক ভূমিকা রাখে- র. শিল্পে রর. বাণিজ্যে ররর. শিক্ষায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. নাহিদ ও তার সাত বন্ধুর গঠিত ব্যবসায়ে মূলধনের প্রয়োজন।কিন্তু তারা মূলধন সংগ্রহ নিয়ে উদ্বিগ্ন। করণ তাদের কোম্পানিটির জন্যে অনিশ্চিত- র ব্যাংক হতে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ রর শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ ররর ডিবেঞ্চার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হলে- র সুদের হারকে ৪ দিয়ে ভাগ করতে হবে রর মেয়াদকে ৪ দিয়ে ভাগ করতে হবে রর মেয়াদকে ৪ দিয়ে গুণ করতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪. কোন অবস্থায় বিনিয়োগের বাজার মূল্য কমে? ক) সুদের হার বাড়লে খ) সুদের হার কমলে গ) সুদের হার অপরিবর্তিত থাকলে ঘ) সুদের হার ওঠা-নামা করলে ৫. অস্থাবর সম্পত্তি- র বিল্ডিং, ফ্যাক্টরি রর কাঁচামাল ররর বিক্রয় যোগ্য মালামাল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. “মনিরা”ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটির নিজস্ব সুনাম পুঁজি করেন এমন এক ধরনের মাধ্যম ব্যবহার করে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দিবে। কিসের মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে? ক) প্রত্যয়পত্র খ) বন্ড বিক্রয় গ) বাণিজ্যিক পত্র ঘ) স্টক বিক্রয় ৭. ব্যবসায় সম্প্রসারণ করার জন্য অবন্টিত মুনাফা আলাদা করে তহবিলে রাখাকে কী বলা হয়? ক) অবন্টিত মুনাফা খ) লভ্যাংশ সমতাকরণ তহবিল গ) সঞ্চিতি তহবিল ঘ) অভ্যন্তরীণ তহবিল ৮. ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো- র. বিক্রয় মূল্য পরিবর্তন রর. বিক্রয়ের পরিমাণ পরিবর্তন ররর. অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৯. রাজনৈতিক ঝুঁকির বৈশিষ্ট্য- র. যুদ্ধবিগ্রহ রর. হরতাল ররর. ধর্মঘট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. ঋণ গ্রহণের ক্ষেত্রে অপেক্ষাকৃত পছন্দনীয় ব্যাংক কোনটি? ক) যে ব্যাংকের নিয়ম-নীতির পরিমাণ বেশি খ) যে ব্যাংকের হিসাব ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বেশি গ) যে ব্যাংকের ঋণ প্রদান নীতি অপেক্ষাকৃত নমনীয় ঘ) যে ব্যাংক অধিক পরিমাণে ঋণ প্রদান করে ১১. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে- র. সদাসলের ওপর সুদ ধার্জ করা হয় রর. ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় ররর. আসলের ওপর সুদ ধার্জ করা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. নগদ প্রবাহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নির্ধারণী বিষয় কোনটি? ক) চলতি খরচ পূর্বানুমান খ) স্থায়ী খরচ পূর্বানুমান গ) চলতি আয় পূর্বানুমান ঘ) স্থায়ী আয় পূর্বানুমান ১৩. গাজী গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জণ্যে মুনাফার একটি অংশ তহবিল করে জমা রাখবে। গাজী গ্রুপের জমাকৃত তহবিলকে কী বলা যায়? ক) অবন্টিত মুনাফা খ) সঞ্চিতি তহবিল গ) লভ্যাংশ সমতাকরণ তহবিল ঘ) বিধিবদ্ধ রিজার্ভ ১৪. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে? ক) অর্থায়ন খ) পরিকল্পনা গ) বাস্তবায়ন ঘ) প্রকল্প ১৫. ঝগঝ ব্যাংকিং সেবায় আমাদের প্রয়োজন হয়- র. হিসাবের স্থিতি জানতে
×