ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:২৬, ৩০ মে ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয় কীভাবে? ক) মানবকল্যাণের মাধ্যমে খ) মানবসেবার মাধ্যমে গ) সহযোগিতার মাধ্যমে ঘ) পারস্পরিক লেনদেনের মাধ্যমে ২. কিসের অনুপস্থিতিতে সমাজজীবনে অরাজকতা দেখা দেয়? ক) আইন খ) ধর্মীয় রীতি গ) ব্যক্তি স্বাধীনতা ঘ) মূল্যবোধ ৩. আজকের সমাজ অনেকটা আত্মকেন্দ্রিক হওয়ার কারণ কী? ক) খাদ্য সমস্যা খ) অভাব-অনটন গ) জনসংখ্যা বৃদ্ধি ঘ) বেকার সমস্যা ৪. সবুজ বাংলাদেশের একজন নাগরিক। নাগরিক হিসেবে তিনি বিভিন্ন প্রথা, রীতি-নীতি এবং নিয়ম-কানুন মেনে চলেন। এগুলো ভঙ্গ করলে তাকে শাস্তি পেতে হয়। সবুজ মেনে চলা নিয়ম-নীতিকে কী বলা হয়? ক) সংবিধান খ) আইন গ) মূল্যবোধ ঘ) মতবাদ ৫. দুষ্পরিবর্তনীয় সংবিধানে কিসের আশঙ্কা থাকে? ক) বিপ্লবের খ) যুদ্ধের গ) শান্তির ঘ) অশান্তির ৬. জেনারেল আইযুব খান নিজস্ব ধ্যানধারণা নির্ভর একটি নতুন শাসনতন্ত্র দেন কখন? ক) ১৯৬০ সালে খ) ১৯৬১ সালে গ) ১৯৬২ সালে ঘ) ১৯৬৩ সালে ৭. বর্তমানে বাংলাদেশে কতটি উপজেলা রয়েছে? ক) ৪৫০টি খ) ৪৮৬টি গ) ৪৭৫টি ঘ) ৪৮০টি ৮. কোনটিকে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ বলা হয়? ক) সেক্রেটারিয়েট খ) সাধারণ পরিষদ গ) সেক্রেটারি ঘ) জেনারেল ৯. কোনটিকে রাষ্ট্রে দর্পণ বা আয়না বলা হয় ক) আইন বিভাগকে খ) শাসন বিভাগকে গ) মন্ত্রিসভাকে ঘ) সংবিধানকে ১০. কোন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়? ক) ফৌজদারি ও দন্ডবিধি খ) প্রশাসনিক গ) সাংবিধানিক ঘ) বেসরকারি ১১. প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্বের জন্য প্রত্যেক রাজনৈতিক দলের রয়েছে – র. কেন্দ্রীয় পর্যায়ে কমিটি রর. স্থানীয় পর্যায়ে কমিটি ররর. আন্তর্জাতিক পর্যায়ে কমিটি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. বাংলাদেশের সংবিধান সম্পর্কে কোনটি সঠিক? ক) সুপরিবর্তনীয় খ) দুষ্পরিবর্তনীয় গ) নমনীয় ঘ) অলিখিত ১৩. কত সালে সংবিধানের ৬ষ্ঠ সংশোধনী আনয়ন করা হয়? ক) ১৯৭৪ সালে খ) ১৯৭৫ সালে গ) ১৯৭৯ সালে ঘ) ১৯৮১ সালে ১৪. সংবিধান এমন এক জীবনপদ্ধতি, যা রাষ্ট্র বেছে নিয়েছে। উক্তিটি কার ক) এরিস্টটলের খ) প্লেটোর গ) রশোর ঘ) সক্রেটিসের ১৫. কোন রাষ্ট্রে একটি মাত্র দল থাকে? ক) কল্যাণমূলক রাষ্ট্রে খ) যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রে গ) গণতান্ত্রিক রাষ্ট্রে ঘ) সমাজতান্ত্রিক রাষ্ট্রে ১৬. রাষ্ট্রপতি করে থাকে – র. প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রর. জাতীয় সংসদ স্থগিত রাখতে পারেন ররর. বিলে সম্মতি প্রদান করেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি? ক) প্রশাসনিক কঠোরতা খ) নিরক্ষরতার হার কমানো গ) কর্মমুখী শিক্ষার ব্যবস্থা ঘ) সুস্থ প্রাকৃতিক পরিবেশ
×