ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চীনে ২৬ শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:২৩, ৩০ মে ২০১৫

চীনে ২৬ শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড

চীনে প্রাথমিক বিদ্যালয়ের ২৬ কন্যাশিশুকে ধর্ষণ অথবা যৌন নিগ্রহের অভিযোগে এক শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। লি জিসুন নামের ওই শিক্ষক ২০১১ সাল থেকে ২০১২ সালের মধ্যে গানসু প্রদেশের একটি গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষকতাকালে এই অপরাধগুলো করেন। খবর বিবিসি অনলাইনের। যৌন নিপীড়নের শিকার ওই কন্যাশিশুদের বয়স ৪ থেকে ১১ বছরের মধ্যে ছিল বলে এক বিবৃতিতে দেশটির সুপ্রীম পিপলস কোর্ট এই তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওই বিবৃতিকে উদ্ধৃত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ৭ হাজারেরও বেশি শিশু যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে যা ক্রমেই বাড়ছে। লি ২১ কন্যাশিশুকে ধর্ষণ করেছেন এবং অন্য পাঁচ জনকে শ্রেণীকক্ষে, ডরমেটরিতে এবং বনবেষ্টিত গ্রামটিতে যৌন পীড়ন করেছেন। গ্রামটি উশান শহরের কাছে অবস্থিত। বিবৃতিতে আরও বলা হয়, কোনো কোনো কন্যাশিশুকে তিনি একাধিকবার ধর্ষণ ও যৌন পীড়ন করেছেন। তবে সেই সংখ্যা কত তা বিবৃতিতে বলা হয়নি। তার এই কর্মকা- ‘সমাজের ওপর চরম হুমকি’ বলে বর্ণনা করেছে গানসু আদালত। আদালত আরো বলেছে, মাত্র এক বছরেই তিনি এই অপরাধগুলো ঘটিয়েছেন।
×