ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রফতানিকারকদের বৈদেশিক মুদ্রা ধারণের সীমা বেড়েছে

প্রকাশিত: ০৪:১৯, ৩০ মে ২০১৫

রফতানিকারকদের  বৈদেশিক মুদ্রা  ধারণের সীমা  বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি খাতকে উৎসাহ যোগাতে বৈদেশিক মুদ্রা ধারণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রফতানিকারকরা তাদের এ্যাকাউন্টে আগের চেয়ে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা রাখতে পারবেন। গত বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকটি রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ (ইডিএফ) ৫০ কোটি ডলার বাড়িয়ে ২০০ কোটি ডলারে উন্নীত করেছে। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। বৈদেশিক মুদ্রা বিনিময় গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই রফতানি আয় বাবদ আসা বৈদেশিক মুদ্রার নির্দিষ্ট অংশ নিজের হিসাবে রাখতে পারেন। এ অর্থ বিদেশে অফিস খরচ এবং কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিসহ নানা কাজে ব্যয় করা যায়। এতদিন উচ্চমূল্য সংযোজনশীল পণ্যের রফতানি আয় থেকে ৫০ শতাংশ অর্থ নিজেদের হিসাবে রাখতে পারতেন রফতানিকারকরা।
×