ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবশেষে লাঙ্গলবন্দে অবৈধ স্থাপন উচ্ছেদ

প্রকাশিত: ০৬:৫০, ২৯ মে ২০১৫

অবশেষে লাঙ্গলবন্দে অবৈধ স্থাপন উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৮ মে ॥ অবশেষে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্ননোৎসবে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানির ঘটনার দুই মাস পর তীর্থ স্থানের আশপাশসহ সড়কের উভয় পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকাপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত লাঙ্গলবন্দের তীর্থ স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে উচ্ছেদকারী দল। এ সময় অবৈধভাবে গড়ে তোলা আধাপাকা ইমারত, দোকানপাট ও টং ঘরসহ ৯১টি অবৈধ স্থাপনা বুলড্রোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এ বছরের ২৭ মার্চ লাঙ্গলবন্দের স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানির ঘটে। এতে সরকারসহ উচ্চ মহলে টনক নড়ে। ফলে প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। রূপগঞ্জে তিন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যক্রমের আওতায় গত ২৬ মে, গ্যাস কারচুপি, মিটারে অবৈধ হস্তক্ষেপ ও বিপুল পরিমাণ সরকারী রাজস্ব বকেয়া থাকার কারণে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স হিমালয় পেপার মিলস লি. ও মেসার্স মাহবুব স্পিনিং মিলস লি. এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রূপগঞ্জ থানায় জিডি এন্ট্রি নং-১২২৯ দায়ের করা হয়। উল্লেখ্য, এপ্রিল ২০১৫ পর্যন্ত মেসার্স হিমালয় পেপার মিলস লি. এর মোট বকেয়ার পরিমাণ ৪,২০,৩২,৯৯৮.২৯ টাকা এবং মেসার্স মাহবুব স্পিনিং মিলস লি. এর মোট বকেয়ার পরিমাণ ৬,৮২,৯২,৭৭০.০০ টাকা। -বিজ্ঞপ্তি
×