ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট

প্রকাশিত: ০৬:৪৯, ২৯ মে ২০১৫

বাগেরহাটে বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়ার রাঢ়িপাড়ার অবহেলিত ও অনুন্নত ‘পালপাড়া আর.এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের’ ডোবা ও নিচু প্রাঙ্গণে মাটি ভরাটের কাজ অবশেষে স্বেচ্ছাশ্রমে শুরু হয়েছে। বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাড. মীর শওকাত আলী বাদশা বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করেন। স্থানীয় কয়েক শ’ এলাকাবাসী মাটিকাটা ও ভরাটের এ কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ উপলক্ষে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কচুয়া থানার ওসি মুক্তিযোদ্ধা বক্কার সিকদার, আজাদ বালি, মোঃ শমশের আলী, আ: আজিজ সেখ, মোল্লা লুৎফর রহমান, হাবিব শিকদার, রহমান গাজী, জলিল সেখ, সত্তার সেখ, শেখ ইয়াহিয়া, তরিকুল ইসলাম, ডাকুয়া ক্ষিরোধ বিহারী প্রমুখ। নি¤œাঞ্চল হওয়ায় বছরের প্রায় ছয় মাস এ বিদ্যালয়টি জলমগ্ন হয়ে থাকে। ফলে শিশু শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহতে হয়। সিলেটে সংঘর্ষ আহত ১০ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বুধবার রাত সাড়ে ১০টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ও ছাত্রলীগ নেতা শফিক আহমদের মধ্যে মারামারির জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। জানা যায় লামাকাজি ইউপি আওয়ামী লীগের সভাপতি রইছ আলীর ছেলে ফয়জুল ইসলামের মিছিলে অংশগ্রহণ না করায় ছাত্রলীগ নেতা শফিক মিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ফয়জুল ইসলামের লোকজন শফিক মিয়ার ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। পঞ্চগড়ে কামাত কাজলদীঘি ইউপির বাজেট পেশ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরের ৭১ লাখ ২১ হাজার ৯১২ টাকার বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান মোজাহার আলী। অনুষ্ঠানে এলজিএসপি-২ এর জেলা সমন্বয়কারী শফিকুল আলম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম ও নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
×