ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ সিরিজ নিশ্চিত করতে চায় পাকরা

প্রকাশিত: ০৬:১২, ২৯ মে ২০১৫

আজ সিরিজ নিশ্চিত করতে চায় পাকরা

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচের টি২০ সিরিজে দারুণ লড়াই করেছিল জিম্বাবুইয়ে। কিন্তু শেষ পর্যন্ত দুই ম্যাচেই হেরে যেতে হয়েছে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই দারুণ লড়েছে তারা স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে। তবে জয়ের দেখা পায়নি। এবার জিততেই হবে। নয় তো হাতছাড়া হবে ওয়ানডে সিরিজও। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় মুখোমুখি হবে দু’দল। পাকিস্তানের সুযোগ ৬ বছর পর প্রথমবার ঘরের মাটিতে সিরিজ আয়োজন করে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় করার। লাহোরে অত্যধিক গরম আবহাওয়া আজকের ম্যাচেও থাকবে। প্রথম ওয়ানডেতে বিগ স্কোরিং ম্যাচ হয়েছে। নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং ঘরের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস গড়েছে পাকরা। আর রান তাড়া করার ক্ষেত্রে দারুণ জবাব দিয়েছে সফরকারী জিম্বাবুইয়েও। বিশেষ করে অধিনায়ক এলটন চিগুম্বুরা ব্যাট হাতে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাক শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলেন। জিম্বাবুইয়ের জন্য দুঃখের সংবাদ হচ্ছে এ সিরিজে আর খেলা হচ্ছে না তার। সেøা ওভার রেটের কারণে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি। এবার তাকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অবতীর্ণ হতে হবে জিম্বাবুইয়েকে। আজ হারলেই সিরিজ জিতে নেবে পাকিস্তান দল। সম্প্রতিই বাংলাদেশ সফরে পাকরা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টি২০ সিরিজ জয়ের পর এখন প্রথম ওয়ানডে জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে তারা। দীর্ঘদিন পর দলে ফিরে সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শোয়েব মালিক দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন। ব্যাটিং লাইনআপে সবাই বেশ রানের মধ্যে আছেন। প্রথম ওয়ানডেতে অধিনায়ক আজহার আলী, ওপেনার মোহাম্মদ হাফিজ এবং হারিস সোহেল অর্ধশতক হাঁকিয়েছেন। তবে বোলিং নিয়ে এখনও কিছুটা দুশ্চিন্তার মধ্যে আছে পাক শিবির। ব্যাটসম্যানরা দারুণ এক সংগ্রহ গড়লেও জিম্বাবুইয়েকে অনেক রান করা থেকে আটকে রাখতে পারেনি। তবে দারুণ বোলিং করেছেন অন্যতম অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। চিগুম্বুরা বিহীন জিম্বাবুইয়ের জন্য দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অন্যতম যোদ্ধা অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা। তবে ব্যাটিং নিয়ে আপাতত জিম্বাবুইয়ের তেমন কোন সমস্যা পরিলক্ষিত হয়নি। তবে বোলিং নিয়ে দুশ্চিন্তাটা একেবারেই কমছে না তাদের। জয়ের ক্ষেত্রে অন্যতম অন্তরায় বাজে বোলিং। একমাত্র পেসার টিনাশে পানিয়াঙ্গারা দারুণ বোলিং করছেন। নতুন বলে তার সঙ্গী ব্রায়ান ভিটোরি শুরুটা ভাল করলেও সেটা ধরে রাখতে পারছেন না। এবার এসব ঘাটতি পূর্ণ করেই লড়াইয়ে নামতে হবে জিম্বাবুইয়েকে। তবে স্পিন আক্রমণে অভিজ্ঞ প্রসপার উতসেয়ার দিকে এ ম্যাচেও থাকছে বিশেষ দৃষ্টি। প্রথম ম্যাচে দারুণ বোলিং করে দুই উইকেট শিকার করেছেন তিনি। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও ভাল করতে পারলে আজ পাকদের হারানো অসম্ভব কিছু হবে না।
×