ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষককে ন্যায্যমূল্য দিতে আরও বেশি ধান-চাল ক্রয় করবে সরকার ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ মে ২০১৫

কৃষককে ন্যায্যমূল্য দিতে আরও বেশি ধান-চাল ক্রয় করবে সরকার ॥ মতিয়া চৌধুরী

বিশেষ প্রতিনিধি॥ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, চাল আমদানির ওপর শুল্ক আরোপের পর বাজারে ধানের দাম বাড়তে শুরু করেছে। তবে চালের ওপর শুল্ক আরোপের ব্যাপারে আরও তিন সপ্তাহ আগে সিদ্ধান্ত নিতে পারলে ভাল হতো। এবার বোরো মৌসুমে ধান-চাল ক্রয়ের পরিমাণ আরও বৃদ্ধির আশ্বাস দিয়ে তিনি বলেন, কৃষককে ন্যায্যমূল্য আমরা প্রয়োজনে আরও বেশি ধান ক্রয় করব।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে খাদ্য নিরাপত্তা ও ভবিষ্যত চ্যালেঞ্জ বিষয়ক এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘বাজারে ধানের দাম গত বছরের এ সময়ের দামকে অতিক্রম করেছে। এজন্য প্রকৃতও সহায়তা করেছে। ধান কাটার মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষক শান্তিমতো তার ধান গোলায় তুলতে পেরেছে। এখন দেখেশুনে কৃষক তার ধান বাজারে বিক্রি করতে পারছে।’ ফোরাম ফর ইনফরমেশন ডেসিমিনেশন অন এগ্রিকালচার (ফিডা), সিনজেনটা ও পালক পাবলিশার্স আয়োজিত এই আলোচনায় সভায় তিনি আরও বলেন, এবার আমরা বোরো ধান লাগানোর আগেই ধান-চাল ক্রয়ের মূল্য ঘোষণা করেছি। গমের ক্ষেত্রেও এবার আগেভাগেই ক্রয় মূল্য ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ‘এবার বোরোর ভাল ফলন হয়েছে। তাই কৃষককে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে আমরা প্রয়োজনে আরও বেশি পরিমান ধান-চাল ক্রয় করব।’ ফিডা প্রকাশিত কৃষি বিষয়ক গ্রন্থ ‘ফিড দ্যা ফিউচার : বাংলাদেশ ইন ফোকাস’-এর প্রকাশনা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফিডা সভাপতি দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) আনোয়ার ফারুক এবং ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বাংলাদেশ অফিসের চীফ অব পার্টি ড. আখতার আহমেদ। আরও বক্তব্য রাখেন সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান, পালক পাবলিশার্সের স্বত্বাধিকারী ফোরকান আহমেদ, ফিডা সহ-সভাপতি ও বাসসর বিজনেস এডিটর আশিক চৌধুরী, ফিডা সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের নিউজ এডিটর রিয়াজ আহমেদ প্রমুখ।
×