ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইকোর্ট থেকে চার মামলায় দুদুর জামিন

প্রকাশিত: ০৭:৪১, ২৮ মে ২০১৫

 হাইকোর্ট থেকে চার মামলায় দুদুর জামিন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু নাশকতার চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বুধবার বিচারপতি মোঃ রেজা-উল হক ও বিচারপতি মোঃ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দিয়েছে। একইসঙ্গে দুদুকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে জারি করা হয়েছে একটি রুল। চার সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুদুকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। দুদুর জামিন আবেদনের শুনানিতে বুধবার আসামিপক্ষে জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওনা শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলাকালে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো, ভাংচুর ও নাশকতার অভিযোগে দুদুর বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও রূপনগর থানায় এই মামলা চারটি হয়।
×