ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩২, ২৮ মে ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. জলজ উদ্ভিদসমূহের পানি প্রয়োজন কারণ- র. এরা সাধারণত অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে রর. এদের বেড়ে উঠার জন্য পানির প্রয়োজন ররর. এদের কান্ড ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ খুব নরম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. স্নাইডার পাকানো হলো মূলত- ক) কর্ডিং খ) বেডিং গ) স্পিনিং ঘ) মিক্সিং ৩. মানুষের লোহিত রক্তকণিকার আয়ু- ক) ৪ মাস খ) ৫ মাস গ) ৬ মাস ঘ) ৭ মাস ৪. স্নেহ ও প্রোটিনের যৌগকে কী বলা হয়? ক) গ্লাইকোলিপিড খ) গ্লাইকোপ্রোটিন গ) লাইপোপ্রোটিন ঘ) কোলেস্টেরল ৫. ভিটামিন সি কোন এসিড? ক) অক্সালিক এসিড খ) এসকরবিক এসিড গ) সাইট্রিক এসিড ঘ) নাইট্রিক এসিড ৬. কোষের গঠন ও কার্যবলি কিসের সাহায্য নিয়ন্ত্রিত হয়? ক) লাইসিন খ) ফিনাইল গ) প্রোটিন ঘ) শর্করা ৭. ছোলা কোন শ্রেণির খাদ্য? ক) মাংস খ) সবজি ও ফল গ) দুধ ঘ) শস্যদানা ৮. বাজারে প্রাপ্ত প্রসাধনী সামগ্রীতে ঢ়ঐ মান কত লেখা থাকে? ক) ৫.৫ খ) ৬.৫ গ) ৪.৫ ঘ) ৫.৬ ৯. আলোক রশ্মি সর্বদা সরলরেখার চলার জন্য কেমন মধ্যম প্রয়োজন? ক) স্বচ্ছ ও অসমসত্ব খ) অস্বচ্ছ ও সমসত্ব গ) অস্বচ্ছ ও অসমসত্ব ঘ) স্বচ্ছ ও সমসত্ব ১০. পাকস্থলীতে এসিডিটি বাড়ায় কোনটি? ক) চা খ) কফি গ) মদ ঘ) সবগুলো ১১. স্কন প্রদানকারী মহিলাদের প্রতিদিন প্রতিকেজি ওজনে কত গ্রাম আমিষ খাওয়া উচিত? ক) ২-৩ খ) ১-২ গ) ঘ) ৩-৭ ১২. লোহিত রক্তকণিকার বর্ণ কী হয়? ক) হিমোেেগ্লাবিনের উপস্থিতির জন্য খ) নিউক্লিয়াসবিহীন বলে গ) অস্থিমজ্জা হতে উৎপন্ন হয় বলে ঘ) অক্সিজেন পরিবহণে সক্ষম বলে ১৩. ল্যামার্কিজমের প্রধান প্রাতিপাদ্য হচ্ছে- র. ব্যবহার ও অব্যবহার সূত্র রর. পরিবেশের প্রভাব ররর. নতুন প্রজাতির উৎপত্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪. থ্যালসিমিয়া রোগে রোগীকে কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়? ক) ২ মাস খ) ৩ মাস গ) ৪ মাস ঘ) ৫ মাস ১৫. কোমল পানীয় পান করলে কী ঘটে? ক) এসিডিটি বৃদ্ধি পায় খ) এসিডিটি হ্রাস পায় গ) বদহজম হয় ঘ) তন্দ্রার ভাব হয় ১৬. একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালরি চাহিদার শতকরা কত ভাগ স্নেহ পদার্থ থেকে আসা উচিত? ক) ৫%-১০% খ) ১০%-১৫% গ) ৮%-১২% ঘ) ১২%-১৫% ১৭. স্নেহ ও প্রোটিনের যৌগ হলো- ক) স্নেহ প্রোটিন খ) লাইপোপ্রোটিন গ) হাইপো প্রোটিন ঘ) অযৃগ্ম প্রোটিন
×