ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্ডিওলার প্রশংসায় মুলার

প্রকাশিত: ০৬:২৮, ২৮ মে ২০১৫

গার্ডিওলার প্রশংসায় মুলার

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১২-১৩ মৌসুমে জাপ হেইঙ্কেসের অধীনে ট্রেবল শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করে জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখ। এরপরই জার্মান জায়ান্টের দায়িত্ব নেন পেপ গার্ডিওলা। হেইঙ্কেসের উত্তরসূরি হিসেবে বুন্দেসলিগায় দাপট অব্যাহত রেখেছেন গার্ডিওলাও। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতায় ব্যর্থ সাবেক বার্সিলোনার এই অভিজ্ঞ কোচ। ইউরোপ সেরার লড়াইয়ে গত দুইবারই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বেয়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে গার্ডিওলারই সাবেক ক্লাব বার্সিলোনার কাছে হেরে বিদায় নেয় তারা। আর গত মৌসুমে বেয়ার্নকে বিদায় করেছিল রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় বেয়ার্নকে মেলে ধরতে না পারায় অনেকেরই সমালোচনার মুখে পড়েছেন পেপ গার্ডিওলা। তবে স্প্যানিশ এই কৌশলী কোচের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তারই শিষ্য টমাস মুলার। তার মতে জাপ হেইঙ্কেসের উত্তরসূরি হিসেবে গার্ডিওলাই সফল কোচ। যা অন্য কোন কোচের পক্ষে ধরে রাখা সম্ভব ছিল না। এ বিষয়ে মুলার বলেন, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, বুন্দেসলিগা এবং ডিএফবি পোকাল জয়ী যে দল রেখে গিয়েছিলেন জাপ হেইঙ্কেস, তা বেয়ার্নের ইতিহাসেরই অন্যতম সেরা দল। সেই দলের প্রতিটি খেলোয়াড়ই ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। আর বেয়ার্ন মিউনিখের সেই আত্মবিশ্বাসকে ঠিকিয়ে রাখার জন্য গার্ডিওলার মতো একজন কোচই প্রয়োজন ছিল। আমি মনে করি পেপ তা করতে পেরেছেন এবং ভবিষ্যতেও তা করবেন। আমাদের সকলেরই জানা যে আসলে কেমন মাপের কোচ তিনি। আর কী ধরনের স্টাইল অনুসরণ করেন তিনি।’ বেয়ার্ন মিউনিখের জার্মান স্ট্রাইকার টমাস মুলারের বর্তমান বয়স ২৫। এই সময় দারুণভাবেই মেলে ধরছেন নিজেকে। চলতি মৌসুমেও লা লিগায় ১৩ গোল করেছেন তিনি। তবে একজন বিশ্ব তারকা হয়ে উঠার পেছনে টমাস মুলার পেপ গার্ডিওলা এবং জাপ হেইঙ্কেস দুজনের ভূমিকাই ছিল বলে মনে করেন তিনি। সেইসঙ্গে লুইস ভ্যান গালের কথাও আলাদা করে বলেছেন টমাস মুলার। এ বিষয়ে তার অভিমত, ‘হেইঙ্কেস এবং গার্ডিওলা দুজনই আমাকে তৈরি করেছেন। তারাই আমাকে খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছেন। বৈশ্বিক খেলোয়াড় হিসেবে গড়ে তুলার ক্ষেত্রে হেইঙ্কেসের ভূমিকা অনেক।’
×