ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুর দল আসছে আজ

প্রকাশিত: ০৬:২৭, ২৮ মে ২০১৫

সিঙ্গাপুর দল আসছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ফুটবল দলের ফুটবলার জামাল ভূইয়া ও রিয়াসাত খাতন ঢাকা এসেছেন। ডেনমার্ক থেকে জামাল বুধবার দুপুরে ও ফিলিপিন্স লীগে খেলা জার্মান প্রবাসী রিয়াসাত রাতে ঢাকা এসে পৌঁছান। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক ক্যাম্পে আজ বৃহস্পতিবার তাদের যোগ দেয়ার কথা। ফুটবলারদের আবাসন সমস্যার সমাধান হয়েছে। সিঙ্গাপুর ও আফগানিস্তানে ম্যাচের আগেই হোটেলে উঠেছেন লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। প্রস্তুতি ম্যাচ দুটি শেষে সিলেট ক্যাম্প করার পরিকল্পনা করছে বাফুফে। সিলেটে বাফুফে ফুটবল একাডেমিতে সপ্তাহ খানেকের প্রস্তুতি নিয়ে কিরগিজস্তান ও তাজিকিস্তানের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। প্রায় দুই সপ্তাহ আগে শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে সব ফুটবলার না পাওয়াতে ঠিক মতো অনুশীলনও করাতে হিমশিম খাচ্ছিলেন কোচ ক্রুইফ। বাফুফে ভবনে ক্যাম্পের সুযোগ-সুবিধা নিয়ে সমস্যায় ছিলেন ফুটবলাররা। অনুশীলনের পাশাপাশি জিম ও সুইমিংয়ের ব্যবস্থা না থাকায় তাদের অসুবিধা হচ্ছিল। তবে এ সমস্যার সমাধান হয়েছে অবশেষে। হোটেলে না উঠলেও ফাস্ট হোটেলে জিম ও সুইমিং করার সুযোগ পেয়েছেন তারা। আজ তাদের ওই হোটেলে ওঠার কথা। আজ ভোরে ঢাকায় আসার কথা সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের। যাদের বিপক্ষে আগামী শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন মামুনুলরা। শেখ রাসেলের পাঁচ ফুটবলার ক্যাম্পে যোগ দেয়ার পর সিঙ্গাপুর ম্যাচের আগে দলে কোন পরিবর্তন আনতে চাইছেন না ক্রুইফ। ডিফেন্ডার রেজা ও মিশুর সম্ভাবনা নেই জেনেও এদের বিকল্প এখনই নিতে চান না তিনি। এ বিষয়ে তার সহকারী সাইফুল বারী টিটু বলেন, তাদের হাতে যথেষ্ট বিকল্প খেলোয়াড় রয়েছে। তাই এখন নতুন কাউকে ডাকতে চাইছেন না ক্রুইফ। টানা ম্যাচ খেলে ফুটবলাররা ক্লান্ত। জিম ও সুইমিং করতে পারলে ওদের ক্লান্তি কিছুটা হলেও কমবে। কিন্তু বাফুফে ভবনে ক্যাম্প করায় এ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তারা। তবে বুধবার থেকে এ সমস্যার সমাধান হয়েছে।
×