ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আদিবাসী নারী ধর্ষণের সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি

প্রকাশিত: ০৬:১০, ২৮ মে ২০১৫

আদিবাসী নারী ধর্ষণের সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আদিবাসী নারীকে গাড়িতে তুলে ধর্ষণ করার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্র সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ব্যানারে আয়োজিত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক টনি ম্যাথিউস চিরানের সঞ্চালনায় বক্তব্য দেন- বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক বাবু মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নিপুন ত্রিপুরা প্রমুখ।এর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন হয়ে শাহবাগ টিএসসির রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে তিনটি দাবি ঘোষণা করা হয়। সেগুলো হলোÑ অনতিবিলম্বে এই আদিবাসী মেয়েটির ওপর নির্যাতন ও ধর্ষণকারীদের সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, রাষ্ট্রকে ঘটনার শিকার আদিবাসী মেয়ে ও তার পরিবারের সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেয়া ও আদিবাসী নারীসহ সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করা।
×