ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে দুটি খামার থেকে ২৭ হরিণ উদ্ধার, তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:০৬, ২৮ মে ২০১৫

না’গঞ্জে দুটি খামার থেকে ২৭ হরিণ উদ্ধার, তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৭ মে ॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা গ্রামে পৃথক দুটি খামার থেকে বুধবার বিকেল ৫টায় বাচ্চাসহ ২৭টি হরিণ উদ্ধার করেছে র‌্যাব-১১, সিপিএসসির সদস্যরা। এ সময় অবৈধভাবে বন্যপ্রাণী হরিণ রাখার দায়ে ইমদাদুল ইসলাম (৩৬) ও মাসুম শেখ (৩৫) নামে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত সাড়ে তিন লাখ টাকা জরিমানা করে। বুধবার রাতে পাঠানো র‌্যাবের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১, সিপিএসসির এএসপি মোঃ আলেপ উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা তালাতলা গ্রামের ইমদাদুল ইসলামের মালিকাধীন নুর জাহান কটন মিলসংলগ্ন একটি ঘরে ও মাসুম শেখের বাড়িতে (খামারে) বেশ কয়েকটি হরিণ রয়েছে। এ খবর পেয়ে র‌্যাবের সদস্যরা বন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানকে অবহিত করেন। পরে তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সমন্বয়ে ইমদাদুল ইসলামের বাড়ি থেকে ৪টি বড় হরিণ এবং ২টি হরিণের বাচ্চা, মাসুম শেখের বাড়ি হতে ১৫টি বড় হরিণ এবং ৬টি হরিণের বাচ্চাসহ মোট ২৭টি হরিণ উদ্ধার করে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বন্যপ্রাণী রাখায় বন সংরক্ষণ আইন ২০১২ -এর ৩৪ (খ) ধারা মোতাবেক ইমদাদুল ইসলামকে দেড় লাখ টাকা ও মাসুম শেখকে ২ লাখ টাকা জরিমানা করে। পরে তারা ২৭টি হরিণ গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রেরণ করেন। ইমদাদুল ইসলামের পিতার নাম মৃত ইয়াদ আলী ও মাসুম শেখের পিতার নাম আবুল কাশেম। তারা একই জেলার বন্দর থানার উত্তর লক্ষণখোলা গ্রামের বাসিন্দা।
×