ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া থিয়েটারের নাট্যোৎসব

প্রকাশিত: ০৪:৩৭, ২৮ মে ২০১৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া থিয়েটারের নাট্যোৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বগুড়া থিয়েটার। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য এবং গ্রাম থিয়েটারের অঙ্গীভূত সংগঠনটি ৩৪ বছর অতিক্রম করতে যাচ্ছে। আগামীকাল ২৯ মে শুক্রবার সংগঠনটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠা জয়ন্তী উপলক্ষে সাত দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে সংগঠনটি। উৎসব আয়োজনের মধ্যে রয়েছে আলোচনাসভা, আনন্দ পদযাত্রা, স্মৃতিচারণ, থিয়েটার আড্ডা, সম্মাননা প্রদান, খন্দকার গোলাম কাদের স্মৃতি পদক ও থিয়েটার পদক প্রদান, নাটকের গান আর স্মৃতিচারণ এবং নাটক মঞ্চায়ন। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার বগুড়ার ঐতিহাসিক টিটু মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে নাট্যউৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া থিয়েটার নবীন প্রবীণ সব সদস্যরা ছাড়াও স্থানীয় গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সাত দিনব্যাপী অনুষ্ঠানমালায় উদ্বোধনী দিন ২৯ মে মঞ্চস্থ হবে ‘কৈর্বত্য বিদ্রোহ’, দ্বিতীয় দিন ৩০ মে ‘দ্রোহ’, ৩১ মে ব্রেটল ব্রেশট রচিত আসাদুজ্জামান নূরের অনুবাদিত নাটক ‘দেওয়ান গাজীর কিচ্ছা’, ১ জুন সেলিম আল দীন রচিত ‘কিত্তনখোলা’, ৩ জুন সৈয়দ শামসুল রচিত ‘নূরল দীনের সারা জীবন’, ৪ জুন এসএম সোলায়মান রচিত ‘কোর্ট মার্শাল’ এবং উৎসবের শেষ দিন ৫ জুন মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, তৌফিক হাসান ময়নার নাট্যরূপ নাটক ‘শেষের রাত্রি’। সবগুলো নাটকের নির্দেশনা দিয়েছেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তৌফিক হাসান ময়না উৎসব সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।
×