ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাকিম মল্লিক

ঝুঁঁকিপূর্ণ ভবনের সংস্কার

প্রকাশিত: ০৪:০৩, ২৮ মে ২০১৫

ঝুঁঁকিপূর্ণ ভবনের সংস্কার

আমাদের দেশে যখন কোন দুর্ঘটনা ঘটে, তখন তোলপাড় শুরু হয়ে যায় সেটা নিয়ে। সংবাদমাধ্যমগুলো উঠেপড়ে লাগে তার চুলচেরা রহস্য উদ্ঘাটন করতে। এর পরপরই যখন ঘটে অন্য আরেকটি ঘটনা, তখন আলোচনার ঝড় শুরু হয় পরেরটা নিয়ে। পূর্বেরটা হারিয়ে যায় কলমের লেখা ও মুখের বলা থেকে। ক্ষান্ত হয়ে যায় সামান্য আলোচনাতেই, যে কারণে বের হচ্ছে না কোন দুর্ঘটনার সঠিক সমাধান। এ স্রোতেই যদি ভাসতে থাকে সাংবাদিকদের কলম, আর জনগণের বলন, তবে কোন দিনও সম্ভব হবে না সঠিক সমাধানে পৌঁছান। আমাদের উচিত ঘটিত সমস্যার সমাধান বের করে সামনে অগ্রসর হওয়া। সে জন্য নতুন বিল্ডিং নির্মাণে সচেতনতা এবং ঝুঁঁকিপূর্ণ বিল্ডিংগুলোর সংস্কার বা পুনর্নির্মাণ করা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার একটি মাধ্যম। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য মানসিক প্রস্তুতিও অনেক বড় ব্যাপার। বালোঘাট, ফুলবাড়ীয়া থেকে
×