ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ০৭:১২, ২৭ মে ২০১৫

ফোর্বসের ১০০  প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলানিউজ ॥ ২০১৫ সালের বিশ্বের সবেচেয়ে ক্ষমতাধর ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন। এবারও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নির্বাচিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে মিলিন্ডা গেটস, জ্যানেট ইয়েলেন, ম্যারি বারা, ক্রিস্টিনা ল্যাগার্দে, দিলমা রৌসেফ, শেরিয়েল স্যান্ডবার্গ, সুসান উজসিকি এবং মিশেল ওবামা। তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৫৯তম।
×