ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ মে ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. এক মৌসুমে উৎপদিত পণ্য অন্য মৌসুমে বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীকে কী ধরনের কর্মসম্পদন করতে হয়? ক) প্যাকিং খ) মান নির্ধারণ গ) গুদামজাতকরণ ঘ) শ্রেণিবদ্ধকরণ ২. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্রের সংক্ষিপ্ত রূপ কোনটি? ক) বিসিক খ) বিডিবিএল গ) বিটাক ঘ) বিটপ ৩. কোনটি উদ্যোক্তার কাজের অন্তর্ভুক্ত? ক) নমনীয়তা খ) সৃজনশীল গ) উদ্ভাবন ঘ) প্রতিশ্রুতি ৪. ইউরো মুদ্রার জনক রবার্ট মন্ডেল কোন দেশের অধিবাসী? ক) জার্মানি খ) ব্রিটেন গ) ডেনমার্ক ঘ) কানাডা ৫. ভেজালবিরোধী অভিযানে ইঝঞও এর কার্যক্রমকে হতে হবে - র. স্বচ্ছ রর. গতিশীল ররর. অস্বচ্ছ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. ব্যবসায়ে সবসময় কী প্রত্যাশা করা হয়? ক) নতুন বিনিয়োগ খ) অত্যধিক মুনাফা গ) অধিক জনশক্তি ঘ) অপচয় রোধ ৭. উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তার নিকট পৌঁছে দেওয়াকে কী বলে? ক) শিল্প খ) ব্যবসায় গ) বাণিজ্য ঘ) উৎপাদন ৮. দেশের বিভিন্ন অঞ্চলে প্রয়োজন অনুপাতে শিল্প স্থাপন করে ভারসাম্য রক্ষা করে কে? ক) উদ্যোক্তা খ) সরকার গ) বেসরকারি সংস্থা ঘ) পরিচালক ৯. কিসের মাধ্যমে আবিষ্কৃত তত্ত্ব ও জ্ঞানকে মানুষের প্রয়োজনমাফিক ব্যবহার করা যায়? ক) বিজ্ঞাপনের মাধ্যমে খ) প্রযুক্তির মাধ্যমে গ) অর্থের মাধ্যমে ঘ) সম্পদের মাধ্যমে ১০. যৌথমালিকানায় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ব্যবসায়ে সরকারের কমপক্ষে কতটুকু মালিকানা থাকতে হবে? ক) ৯০% খ) ৫১% গ) ৫০% ঘ) ৪৯% ১১. অংশীদারি ব্যবসায়ের নামের আগে লিখতে হয় কোনটি? ক) মেসার্স খ) ব্রাদার্স গ) লি. কোং ঘ) ট্রেডার্স ১২. মার্কেটিং পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা যায়? ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে ১৩. নারীদের অংশগ্রহণে যেসব খাত বিশেষ ভূমিকা রাখছে তা হলো - র. মাইক্রোক্রেডিট কার্যক্রম রর. পোশাক খাত ররর. শিক্ষাখাত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. কোনটি কোম্পানির মুখ্য দলিল? ক) সংঘ-স্মারক খ) সংঘবিধি গ) বিবরণপত্র ঘ) নিবন্ধনপত্র ১৫. ঢাকার সদরঘাটে লঞ্চের ভেপু বাজানোতে কোন ধরনের দূষণ ঘটে? ক) শব্দ দূষণ খ) পানি দূষণ গ) বায়ু দূষণ ঘ) সামাজিক দূষণ ১৬. রাষ্ট্রীয় ব্যবসায়ের শেয়ার কারা ক্রয় করে? ক) জনগণ খ) প্রবাসীগণ গ) সরকার ঘ) বিদেশি নাগরিকরা ১৭. যৌথ মূলধনী ব্যবসায়ে ব্যবহৃত হয় - র. অগ্রাধিকার শেয়ার রর. সাধারণ শেয়ার ররর. প্রবর্তকের শেয়ার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. বিআরডিবির মুখ্য উদ্দেশ্য কোনটি? ক) ঋণ সরবরাহ খ) কর্মসংস্থান সৃষ্টি গ) ফসলি জমি প্রদান ঘ) সহজ শর্তে ফসল প্রদান ১৯. শিল্পোদ্যোক্তা সৃষ্টিতে কোন ব্যাংক বেশি সহায়তা প্রদান করে? ক) বাংলাদেশ শিল্প ব্যাংক খ) বাংলাদেশ ব্যাংক গ) ন্যাশনাল ব্যাংক ঘ) সমবায় ব্যাংক ২০. সমবায় সমিতি একটি - র. আইনসৃষ্ট কৃত্রিম সত্তাবিশিষ্ট প্রতিষ্ঠান রর. স্বাধীন সত্তাবিশিষ্ট সংগঠন ররর. সমশ্রেণি ও পেশার লোকদের সংগঠন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. অংশীদারি চুক্তি কয় ধরনের হতে পারে? ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২ ২২. ১২ বছরের বিনা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের নিকট বিক্রয় করে। এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? ক) প্রজনন শিল্প খ) সেবা শিল্প গ) নিষ্কাশন শিল্প ঘ) গঠনমূলক শিল্প ২৩. উদ্যোক্তার কাছে পণ্যের কোনটি অনিশ্চিত? ক) ক্রয়মূল্য খ) উৎপাদন ব্যয় গ) মোট ব্যয় ঘ) বিক্রয়মূল্য ২৪. ই-কমার্সের মাধ্যমে কোন কাজটি সম্পাদিত হয়? ক) পণ্যদ্রব্য উৎপাদন খ) পণ্যদ্রব্য উন্নয়ন গ) পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় ঘ) পণ্যদ্রব্য সংরক্ষণ
×