ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চসিককে ঢেলে সাজানো হবে ॥ মেয়র নাছির

প্রকাশিত: ০৬:২৫, ২৭ মে ২০১৫

চসিককে ঢেলে সাজানো হবে ॥ মেয়র নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির বলেন, সিটি কর্পোরেশনের চলমান সকল কার্যক্রম প্রক্রিয়াকে ঢেলে সাজানো হবে। আগামী ১ জুন থেকে শুরু করা হবে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান। তিনি বলেন, নালা নর্দমার উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা ও স্লাব অপসারণ জোরদার করা হবে। এছাড়া চাক্তাই খাল, মহেশখালসহ সব খাল সরেজমিনে পরিদর্শন করে যেখানে প্রতিবন্ধকতা দৃষ্টিগোচর হবে তাৎক্ষণিক পরিচালিত হবে উচ্ছেদ অভিযান। এখানে চসিকের বিধি বিধানের ব্যত্যয় ঘটানোর সুযোগ থাকবে না। তিনি নিয়োগ বিধি চূড়ান্তকরণ, অনিয়মিত পদায়ন রহিতকরণ এবং চাকরির ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দায়িত্বশীল সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চসিকের সচিবালয় বিভাগের অধীন জনপ্রশাসন, হিসাব বিভাগ, জনসংযোগ, আইন, ম্যাজিস্ট্রেট আদালত, নিরাপত্তা, নেজারত ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখাসমূহের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির এসব কথা বলেন। চসিকের নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ শফিউল আলম সভার সভাপতিত্ব করেন। সোনাদিয়া চরে তিন জেলের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালী সোনাদিয়া থেকে ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাদিয়ার মগচর এলাকা থেকে মহেশখালী থানা পুলিশ লাশ ৩টি উদ্ধার করে। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কুতুবজোম তাজিয়াকাটার গুরা মিয়ার পুত্র মোস্তাক আহমদ (৩০) ও নয়াপাড়ার জালাল আহমদের পুত্র মো: রফু (৩৫)। জানা যায়, পরিচয় পাওয়া দুইজন জেলে রবিবার সংঘটিত ঝড়ো হওয়ার কবলে পড়ে সাগরে নিখোঁজ ছিলেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাণী ক্লিনিক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেলার বাবুগঞ্জ ক্যাম্পাসে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। প্রায় কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত অত্যাধুনিক মাইক্রোবাসের মধ্যে ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আখতার হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন উপস্থিত ছিলেন। সড়ক নির্মাণ উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার সকালে আইকে রোডের ল্যাংড়ার দোকান থেকে খায়রুল হাজীর রাইস মিল পর্যন্ত এক কিলোমিটার এইচবিবি রোড নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এলজিইডির অর্থায়নে নির্মাণাধীন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া।
×