ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের কোচ বেলিস

প্রকাশিত: ০৬:০০, ২৭ মে ২০১৫

ইংল্যান্ডের কোচ বেলিস

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার সাবেক কোচ ট্রেভর বেলিসকে ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার ইংল্যান্ড এ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড বেলিসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। এর আগে রবিবার থেকেই গুঞ্জন ওঠে ট্রেভর বেলিসকে প্রধান কোচ করতে যাচ্ছে ইসিবি। দু’দিন পর সেই গুঞ্জন সত্যিতে পরিণত হলো। যদিও এর আগে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি কোচ হবেন বলে গুঞ্জন উঠে। ৫২ বছর বয়সী শ্রীলঙ্কার সাবেক এক কোচ গত মাসে বরখাস্ত হওয়া পিটার মুরসের স্থলাভিষিক্ত হলেন। ইসিবির পছন্দের তালিকায় গিলেস্পি প্রথম পছন্দ থাকলেও শেষ পর্যন্ত বেলসিকে বেছে নেয়া হয়। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড্রু স্ট্রস এক প্রেস বিজ্ঞপিতে বলেন, ‘কোচ হিসেবে ট্রেভর বেলিসের রেকর্ড খুব ভাল এবং তার আন্তর্জাতিক কোচিং রেকর্ডও ভাল, যেটি আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের জন্য প্রধান বিবেচ্য বিষয়।’ শ্রীলঙ্কাকে ২০১১ বিশ্বকাপ ফাইনালে তোলা এই কোচ আগামী জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া এ্যাশেজ সিরিজ থেকে ইংল্যান্ড দলের দায়িত্ব গ্রহণ করবেন।
×