ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে যুবক খুন ॥ হত্যাকারীর বাড়িতে আগুন

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ মে ২০১৫

গাজীপুরে যুবক খুন ॥ হত্যাকারীর বাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৬ মে ॥ গাজীপুরে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। আগুনে চারটি ঘর পুড়ে গেছে। এদিকে মঙ্গলবার নিহতের স্ত্রী বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারারুল জামতলা এলাকার আব্দুর রাজ্জাক মাতবরের ছেলে ইয়াদ আলীকে সম্প্রতি মাদকসহ গ্রেফতার করে পুলিশ। কয়েকদিন আগে সে জেলখানা থেকে মুক্তি পায়। তাকে গ্রেফতারের জন্য ইয়াদ আলী স্থানীয় কামাল হোসেনকে দায়ী করে পালিয়ে যায়। এর জের ধরে সোমবার দুপুরে ইয়াদ আলী ভারারুল জামতলা মার্কেট এলাকায় কামাল হোসেনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় কামালকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কামাল খুন হওয়ার পরপরই ইয়াদ আলী ও তার পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এদিকে নিহত কামালের লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ১১টার দিকে চন্দ্রার বাজার এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী মাদক ব্যবসায়ী ইয়াদ আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। আগুনে বাড়ির চারটি ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, বাড়িতে কেউ আগুন ধরিয়ে দেয়নি। সকালে ঝড়ের পর বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খুনের ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ইয়াদ আলীকে প্রধান করে ৫ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়েছে।
×