ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিংহের আজব কাণ্ড

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ মে ২০১৫

সিংহের আজব কাণ্ড

বনের রাজা সিংহ। ডাক শুনলেই গা শিরশির করে ওঠে। তাকে ভয় পায় না বনে, এমন পশুপাখি খুঁজে পাওয়াই দুষ্কর। শক্তিমত্তা আর হিংস্রতার কারণেই বনের রাজা সিংহ। তার ভয়ে বনের সব পশুপাখি থাকে তটস্থ। অথচ সেই রাজাই যদি মহিষের ভয়ে গাছে চড়ে তবে অবাক না হয়ে উপায় থাকে না। সম্প্রতি সিংহের অদ্ভুত কা- সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। তেষট্টি বছর বয়সী চার্লস কমিন নামের সাবেক এক সেনা কর্মকর্তা তার স্ত্রীকে নিয়ে কেনিয়ার মাসাই মারা রিজার্ভে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি বনের রাজা সিংহের গাছে চড়ার কা-কারখানা দেখে তাজ্জব বনে গেছেন। তবে সেই কা-কারখানা তার মোবাইলে ধারণ করতে ভুলেননি। তারপর তা পাঠিয়ে দিয়েছেন ডেইলি মেইলে, যার ভিত্তিতে পত্রিকাটি প্রকাশ করেছে একটি সচিত্র প্রতিবেদন। এসব ছবিতে দেখা যাচ্ছে, একটি সিংহ একটি মহিষের দলের ভয়ে পালিয়ে একটি গাছে উঠছে। সিংহটি গাছে ভালভাবে অবস্থান করতে পারছে না। নিচে মহিষের দল অবস্থান করছে। পরে সিংহটি বুদ্ধি করে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
×