ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সালাহউদ্দিনকে আজ আদালতে তোলা হবে

প্রকাশিত: ০৫:৩২, ২৭ মে ২০১৫

সালাহউদ্দিনকে আজ আদালতে তোলা হবে

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতাল থেকে সুস্থ উল্লেখ করে ছাড়পত্র দেয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এখন পুলিশ হেফাজতে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুস্থ আছেন বলে ছাড়পত্র দিয়েছে ভারতের মেঘালয় রাজ্যের শিলং নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ ও মেডিক্যাল সায়েন্সেস (নেগ্রিমস হাসপাতাল)-এর চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসকরা বোর্ড মিটিং শেষে এ ছাড়পত্র দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ভাস্কর বরগাইন। আজ বুধবার সালাহউদ্দিন আহমেদকে শিলংয়ের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। এদিকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের জামিন আবেদনের শুনানি হবে ২৯ মে। শুক্রবার শিলংয়ের প্রথম শ্রেণীর বিচারিক আদালতে সালাহউদ্দিনের জামিন চেয়ে আবেদনটি করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তবে শারীরিক অসুস্থতার কারণে সালাহউদ্দিনকে আদালতে হাজির করা হয়নি। জামিন আবেদনে বলা হয়েছে সালাহউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ। সুস্থ হওয়ার জন্য তার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। সালাহউদ্দিনের পাসপোর্ট ও সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আবেদনের সঙ্গে আদালতে জমা দেয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আদালত তা গ্রহণ করে ২৯ মে শুনানির দিন ধার্য করেন। সালাহউদ্দিন আহমেদের জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছেন স্ত্রী হাসিনা আহমেদ। বেশ কিছুদিন ধরে সালাহউদ্দিন শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ ও মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন। উল্লেখ্য, ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী টানা অবরোধ কর্মসূচী চলাকালে ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। এরপর ৬৩ দিন পর ১২ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের মিমহ্যানস্ হাসপাতাল থেকে স্ত্রী হাসিনা আহমেদকে ফোন দিয়ে জানান তিনি বেঁচে আছেন। পরে শিলং পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, ১১ মে সকাল বেলা শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে সালাহউদ্দিন আহমেদকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে ভ্রমণের কাগজপত্র না থাকায় স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। বিধ্বস্ত চেহারা ও অসংলগ্ন কথাবার্তার কারণে তাকে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ (মিমহ্যানস) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২ দফায় হাসপাতাল পরিবর্তন করে প্রথমে শিলং সিভিল হাসপাতাল ও সর্বশেষ শিলং নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ ও মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়। এদিকে সন্ধান পাওয়ার পর বিএনপির বেশ ক’জন বিএনপি নেতাকর্মী শিলং গিয়ে সালাহউদ্দিনের খোঁজখবর নিতে থাকেন। স্বামীর সঙ্গে দেখা করতে ১৭ মে শিলংয়ের উদ্দেশে রওনা দেন হাসিনা আহমেদ। পরের দিন স্বামীর কাছে পৌঁছে চিকিৎসার খোঁজখবর নেয়ার পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনতে আইনী প্রক্রিয়া শুরু করেন তিনি।
×