ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭৫ ভাগ বহুজাতিক কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৭, ২৭ মে ২০১৫

৭৫ ভাগ বহুজাতিক কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ উর্ধমুখী বাজারে বহুজাতিক কোম্পানিগুলোর দর আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৫ শতাংশ বহুজাতিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। প্রসঙ্গত, পুঁজিবাজারে ১২টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। ৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ১১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২ হাজার ৮৯০ টাকায়। এই কোম্পানির ৬১৯টি শেয়ার ৩৮ বার লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ১৭ লাখ ৯৩ হাজার টাকা। বার্জার পেইন্টসের শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা দশমিক ৭৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় হাজার ৪৬১ টাকায়। দিনভর বিক্রেতাশূন্য কেয়া কসমেটিকস অর্থনৈতিক রিপোর্টার ॥ কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার দিনভর বিক্রেতাশূন্য ছিল। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। যদিও শুরুতে কিছু সময় শেয়ারটির বিক্রেতা ছিল। বাজার সংশ্লিষ্টদের মতে, সামনে শেয়ারটির দর আরও বাড়তে পারে এমন আশায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন না। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেষ বিকেল পর্যন্ত কেয়া কসমেটিকস লিমিটেডের স্ক্রীনে সর্বশেষ ১২ লাখ ২৮ হাজার ৪৮০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোন শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ২১ টাকা ৪০ পয়সায়। সোমবারে এই শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ৫০ পয়সা।
×