ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চেলসির শিরোপা উৎসব

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ মে ২০১৫

চেলসির শিরোপা উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা পুনরুদ্ধার আগেই করেছে চেলসি। যে কারণে ইংলিশ প্রিমিয়ার লীগের বাদবাকি ম্যাচগুলো নিয়ে তেমন আকর্ষণ ছিল না। তবে রবিবার রাতে সবার দৃষ্টি ছিল বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগের দিকে। এ রাতে শেষ হয়েছে ২০১৪-১৫ মৌসুম। শেষ ম্যাচে দারুণ জয় দিয়ে সোমবার চ্যাম্পিয়ন চেলসি শিরোপা উৎসব করেছে। পশ্চিম লন্ডনে প্রায় ৭০ হাজার সমর্থক জমায়েত হয়েছিল ব্লুজদের আনন্দ উৎসবে। খোলা বাসে করে চেলসির বিজয়ী বীরেরা ভক্তদের ভালবাসার জবাব দেন। এসময় কোচ মরিনহো ছিলেন সবার মধ্যমণি। পরশু রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসি ৩-১ গোলে পরাজিত করে সান্ডারল্যান্ডকে। ম্যাচ শেষে দ্য ব্লুজ কোচ জোশে মরিনহো জানিয়েছেন, আগামী মৌসুমে শিরোপা ধরে রাখতে আরও ভাল খেলোয়াড় দলে চান তিনি। দ্বিতীয় স্থান নিশ্চিত করা ম্যানচেস্টার সিটিও সহজ জয় পেয়েছে। ইতিহাদ স্টেডিয়ামে সিটি ২-০ গোলে হারায় সাউদাম্পটনকে। থিও ওয়ালকটের হ্যাটট্রিকে আর্সেনাল ৪-১ গোলে পরাজিত করে ওয়েস্টব্রমউইচকে। হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে শেষটাও ধাক্কাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আর স্টোক সিটির কাছে ৬-১ গোলে হারের লজ্জায় ডুবেছে লিভারপুল। ইপিএলের শেষ দিনের অন্যান্য ম্যাচে বার্নলি ১-০ গোলে এ্যাস্টন ভিলাকে, ক্রিস্টাল প্যালেস একই ব্যবধানে সোয়ানসি সিটিকে, টটেনহ্যামও একই ব্যবধানে এভারটনকে, লিচেস্টার সিটি ৫-১ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ও নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে পরাজিত করে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। লীগের ৩৮টি করে ম্যাচ শেষে চ্যাম্পিয়ন চেলসির ভা-ারে জমা সর্বোচ্চ ৮৭ পয়েন্ট। ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানসিটি, ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল, ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ ম্যানইউ, ৬৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম পাঁচ ও ৬২ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান ছয় নম্বরে। সান্ডারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ২৬ মিনিটে স্কটিশ স্ট্রাইকার স্টিভেন ফ্লেচারের গোলে পিছিয়ে পড়ে চেলসি। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান দিয়াগো কোস্টা। বিরতির পর ৭০ মিনিটে চেলসিকে এগিয়ে দেন লুইক রেমি। ইডেন হ্যাজার্ডের বাড়ানো বল নিয়ে জোরালো শটে গোলটি করেন ফরাসী এই স্ট্রাইকার। ৮৮ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে চেলসির জয় নিশ্চিত করেন রেমি। সাউদাম্পটনের বিরুদ্ধে ম্যাচের ৩১ মিনিটে জেমস মিলনারের পাস থেকে ম্যানসিটির হয়ে প্রথম গোল করেন বিদায়ী ল্যাম্পার্ড। ৮৮ মিনিটে হেডে বল জালে জড়িয়ে সিটির জয় নিশ্চিত করেন সার্জিও এ্যাগুয়েরো। লীগে ২৬ গোল করা আর্জেন্টাইন এই স্ট্রাইকার ইপিএলের এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এটি ছিল ম্যানসিটির টানা ষষ্ঠ জয়। ম্যাচ শেষে নিজের সন্তুষ্টির কথা জানান সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। ক্লাবের ভবিষ্যত নিয়ে চেয়ারম্যান খালদুন আল মুবারকের সঙ্গে আলোচনা করেন তিনি।
×