ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা গলফে সিদ্দিকুরের প্রত্যাশা

প্রকাশিত: ০৬:৩৩, ২৬ মে ২০১৫

বসুন্ধরা গলফে সিদ্দিকুরের প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং এশিয়ান ট্যুরের অনুমোদনে প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক মানের পেশাদার গলফ টুর্নামেন্ট ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ আগামী ২৭-৩০ মে থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ২৪ দেশের ১৫৬ গলফার, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমানসহ মোট ৩১ গলফার। ১০ হাইপ্রোফাইল গলফারও অংশ নিচ্ছেন। যারা একবার হলেও এশিয়ান ট্যুরের শিরোপাজয়ী। ৩৩ এশিয়ান ট্যুর অফিসিয়াল আসরটি পরিচালনা করবেন। এর মধ্যে বাংলাদেশের আছেন ৪ জন। উল্লেখ্য, এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশের চার রেফারি গলফের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জায়গা করে নেয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেনÑ ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব), লে. কর্নেল আব্দুল ওয়াদুদ, মেজর মাহমুদুর রহমান চৌধুরী (অব) ও লে. কর্নেল আব্দুল বারী (অব)। এ আসরের উইনার ৩ লাখ ডলার প্রাইজমানির ১৮ শতাংশ পাবেন। একইভাবে টুর্নামেন্টের ৬৫ জনকে এ প্রাইজমানি ভাগ করে দেয়া হবে। টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করার জন্য ৪৭৬ জনের এক বিশাল টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়েছে। থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া টুর্নামেন্ট নিয়ে এক ঘণ্টার প্রতিবেদন প্রচারিত হবে ‘টেন গলফ’-এ। টুর্নামেন্টের প্রাইজমানি তিন লাখ ডলার। মঙ্গলবার ‘প্রো এ্যাম’ ইভেন্টের মাধ্যমে টুর্নামেন্টের অনানুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রস্তুতিমূলক ‘প্রো এ্যাম’ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এশিয়ান ট্যুরে অংশ নেয়া ২৫ প্রফেশনাল ও ৭৫ এ্যামেচার গলফার। সোমবার কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানাতে এক সংবাদ আয়োজন করে বাংলাদেশ গলফ ফেডারেশন। এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট মিডিয়া কমিটির প্রধান মেজর খন্দকার নুরুল আফসার (অব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, রিজ ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান ফারুখ এবং বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব) খন্দকার আবদুল ওয়াহেদ। চার রাউন্ডে ১৮ হোলে মোট ৭১ পারে খেলা হবে। সংবাদ সম্মেলনের দ্বিতীয় ভাগে ছিল চার দেশের চার গলফারের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি পর্ব। এতে উপস্থিত ছিলেনÑ ভারতের রশিদ খান, সিঙ্গাপুরের মারদান মামাত, যুক্তরাষ্ট্রের বেরি হেনসন এবং বাংলাদেশের সিদ্দিকুর রহমান। স্বভাবতই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সিদ্দিকুর। নিজের ইনজুরি, প্রস্তুতি, লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘গত বছর জুন থেকে ইনজুরিতে ছিলাম। তাছাড়া শরীরটা ভাল যাচ্ছিল না।
×