ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারেকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট জারি করেছে আদালত

প্রকাশিত: ০৬:০৮, ২৬ মে ২০১৫

তারেকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট জারি করেছে আদালত

সংবাদদাতা, নাটোর, ২৫ মে ॥ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নাটোরের একটি আদালত। সোমবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনামুল হক বসুনিয়া এ আদেশ দেন। লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির দপ্তর সম্পাদক আহম্মদ আলী মোল্লা বাদী হয়ে গত বছরের ১৮ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে নাটোরের আদালতে মামলাটি দায়ের করেছিলেন। মামলার প্রেক্ষিতে আদালত প্রথমে তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতে হাজির না হওয়ায় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আসামি তার বর্তমান ঠিকানায় অবস্থান না করায় বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত সোমবার তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
×