ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কালি ও কলম লেখক পুরস্কার প্রদান ৩০ মে

প্রকাশিত: ০৪:২৩, ২৬ মে ২০১৫

কালি ও কলম লেখক পুরস্কার প্রদান ৩০ মে

স্টাফ রিপোর্টার ॥ সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম ধানম-ির বেঙ্গল শিল্পালয়ে আগামী ৩০ মে সন্ধ্যা ৬ টায় এক অনুষ্ঠানে তিনজন তরুণ কবি ও লেখককে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করবে। ২০১৪ সালের পুরস্কার অর্জন করেছেনÑকবিতা বিভাগে সাকিরা পারভীন; প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে এম আবদুল আলীম এবং ছোটগল্প ও উপন্যাস বিভাগে ফাতিমা রুমি। প্রতি বিভাগে পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা, একটি ক্রেস্ট এবং একটি সম্মাননা পত্র প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অগ্রণী কথাসাহিত্যিক সমরেশ মজুমদার ও বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালি ও কলমের সম্পাদকম-লীর সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান। উল্লেখ্য, তরুণ কবি ও লেখকদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন স্টাফ রিপোর্টার ॥ চলে গেলেন চিত্রনায়ক, গীতিকার, সাংবাদিক, কাহিনীকার ও নাট্যকার শেখ আবুল কাশেম মিঠুন। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মে রাত দুইটায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী মনিরা পারভীন, দুই মেয়ে সঙ্গীতা ও তরী, মা হাফিজা খাতুনসহ আতœীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরার সন্তান মিঠুন ১৯৮০ সালে বজলুর রহমান পরিচালিত ‘তরুলতা’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এরপর শেখ নজরুল ইসলামের ‘ঈদ মোবারক’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। পরবর্তীতে ‘ভেজা চোখ’, ‘নিকাহ’, ‘কুসুমকলি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘নিঃস্বার্থ’, ‘সাক্ষাৎ’, ‘স্বর্গনরক’, ‘ত্যাগ’, ‘চাকর’, ‘জিদ’, ‘চাঁদের হাসি’, ‘নরম গরম’, ‘গৃহলক্ষ্মী’, ‘এ জীবন তোমার আমার’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন।
×