ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তি পাচ্ছে ‘ভালবাসতে মন লাগে’

প্রকাশিত: ০৪:২২, ২৬ মে ২০১৫

মুক্তি পাচ্ছে ‘ভালবাসতে মন লাগে’

স্টাফ রিপোর্টার ॥ নবাগত হৃদয় চৌধুরী ও নির্জনা অভিনীত এবং কামাল কায়সার পরিচালিত চলচ্চিত্র ‘ভালবাসতে মন লাগে’ আগামী ২৮ আগস্ট মুক্তি পাচ্ছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘ভালবাসতে মন লাগে’ চলচ্চিত্রের গল্প। দেশে এবং দেশের বাইরের মনোরম লোকেশোনে চলচ্চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে। চলচ্চিত্রে ৫টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, ন্যান্সি, বেবী নাজনীন, কোনাল ও রূপম। সঙ্গীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। নবাগত হৃদয় চৌধুরী ও নির্জনা ছাড়া চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা, শবনম পারভীন, গুলশান আরা বেগম, সীমান্ত প্রমুখ। চলচ্চিত্রটি নির্মাণে সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক কামাল কায়সার বলেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার পর থেকেই চলচ্চিত্রটি মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি কাবাডি খেলা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি দর্শকদের ভাল লাগবে। চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেতা হৃদয় চৌধুরী জানান, পরিচালক কামাল কায়সারের নির্দেশনা অনুযায়ী তিনি এবং নির্জনাসহ ইউনিটের সবাই মেধা, যোগ্যতা এবং সাধ্যমত শ্রম দিয়ে চলচ্চিত্রটি ভাল করার কাজ সর্বাত্মক চেষ্টা করেছেন। তারা আশা করছেন চলচ্চিত্রটি দর্শকরা পছন্দ করবেন। বাকিটা আগামী ২৮ আগস্ট দর্শকরা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখলেই বুঝতে পারবেন। অভিনয়ে এই নতুন জুটি এবং চলচ্চিত্রের সফলতার জন্য সংশ্লিষ্টদের দোয়া ও সহযোগিতা চান করেন তিনি।
×