ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রেঞ্চ ওপেনে জয় দিয়ে শুরু ফেদেরার, সিমোনার

প্রকাশিত: ০৬:০৪, ২৫ মে ২০১৫

ফ্রেঞ্চ ওপেনে জয় দিয়ে শুরু ফেদেরার, সিমোনার

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শুরু করেছেন রজার ফেদেরার। রবিবার টুর্নামেন্টের প্রথম দিনে কলম্বিয়ার অবাছাই আলেজান্দ্রো ফাল্লাকে সহজেই পরাজিত করেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার তারকা রজার ফেদেরার প্রথম পর্বে ৬-৩, ৬-৩ এবং ৬-৪ গেমে হারান আলেজান্দ্রো ফাল্লাকে। এছাড়া মহিলা এককে জয়ের দেখা পেয়েছেন রোমানিয়ার টেনিস তারকা সিমোনা হ্যালেপ। টুর্নামেন্টের প্রথম পর্বে তিনি ৭-৫ এবং ৬-৪ গেমে হারান রাশিয়ার ইজিনিয়া রোদিনাকে। রবিবার থেকে শুরু হয়েছে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। এই টুর্নামেন্টের ফেবারিট তারকা রজার ফেদেরার। গত এক দশক ধরেই ফ্রেঞ্চ ওপেনে এককভাবে রাজত্ব করছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। আর ২০০৯ সালে সেই নাদালকে হারিয়েই রোঁলা গ্যাঁরোয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি ফেদেরার। এরপর আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। শুধু ফ্রেঞ্চ ওপেনেই নয়, গত কয়েক মৌসুম ধরে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচেই নিষ্প্রভ এই ফেড এক্সপ্রেস। তবে ফ্রেঞ্চ ওপেনে ঠিকই জয় দিয়ে শুরু করেছেন তিনি। ফাল্লার বিপক্ষে আগে সাতবার মুখোমুখি হয়েছিলেন সুইস তারকা। এবার আট ম্যাচের সবতেই জয় পান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা রজার ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনে জয় দিয়ে শুরু করতে পেরে দারুণ রোমাঞ্চিত ৩৩ বছর বয়সী এই সুইস তারকা। পুরো টুর্নামেন্টেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রজার ফেদেরার ছাড়াও ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনে জয় পেয়েছেন তারই স্বদেশী টেনিস তারকা স্টানিসøাস ওয়ারিঙ্কা, লুকাস রোসল এবং রবার্তো বাউতিস্টা। মহিলা এককে মৌসুম শুরুর আগে থেকেই ফেবারিট ছিলেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। প্রথম দিন দারুণ জয় দিয়েই যাত্রা শুরু করেন তিনি। ইজিনিয়া রোদিনার বিপক্ষে জয়ের পর রোমাঞ্চিত টুর্নামেন্টের তৃতীয় বাছাই হ্যালেপ। গত কয়েক মৌসুম ধরেই পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন রোমানিয়ার এই টেনিস তারকা। কিন্তু দুর্ভাগ্য ফাইনালে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। গত মৌসুমে এই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন টেনিস র‌্যাঙ্কিংয়ের এই তিন নাম্বার তারকা। কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে এবার ফাইনাল জিততে মরিয়া সিমোনা হ্যালেপ। রোদিনার বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘জয় দিয়ে শুরু করতে পেরে আমি খুবই সন্তুষ্ট। টুর্নামেন্টের আগে কঠোর অনুশীলন করেছি।
×