ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রিয়ালে উপেক্ষিত খেদিরার ক্ষেদোক্তি!

প্রকাশিত: ০৬:০৩, ২৫ মে ২০১৫

রিয়ালে উপেক্ষিত খেদিরার ক্ষেদোক্তি!

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবারই শেষ হলো লা লিগার ২০১৪-১৫ মৌসুম। এবার লীগের শুরু থেকেই দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হয়েছে বার্সিলোনা। আর রানার্সআপ থেকেই মৌসুম শেষ করতে হলো তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। তবে সদ্যসমাপ্ত মৌসুমে রিয়াল মাদ্রিদে উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেছেন ক্লাবটির জার্মান মিডফিল্ডার সামি খেদিরা। শুধু তাই নয়, তিনি জানান, তাকে অপেশাদার বলেও চালিয়ে দেয়া হয়েছে। যা খুবই কষ্টকর। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ছেন সামি খেদিরা। কিন্তু খেদিরার দাবি সুস্থ থাকা সত্ত্বেও এবারের মৌসুমে তাকে সাত ম্যাচে খেলার সুযোগ দেয়া হয়েছিল। এ বিষয়ে ক্রীড়া বিষয়ক স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া এক সাক্ষাতকারে খেদিরা বলেন, ‘আপনার সব সময় সত্যি কথাটা বলা উচিত। আমার সামান্য ইনজুরি ছিল। ডান পায়ের গোড়ালিতে সামান্য ব্যথা অনুভূত হতো। কিন্তু তার মানে এই নয় যে আমি খেলতে পারব না। এটি খুব একটা গুরুতর ইনজুরি ছিল না। আমার খেলার সামর্থ ছিল।’ শনিবার গেটাফের বিপক্ষে বড় জয় দিয়ে মৌসুম শেষ করেছে কার্লো আনচেলত্তির দল। কিন্তু দুর্ভাগ্য খেদিরার। এদিনও স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে এর চেয়েও অপেশাদার ফুটবলার হিসেবে আখ্যায়িত করার কারণে খেদিরার ক্ষোভটা একটু বেশিই। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার সম্পর্কটা এমনভাবে শেষ হোক তা কখনই চাইনি। আমাকে অপেশাদার হিসেবে আখ্যায়িত করেছে যা আমাকে খুবই আঘাত করেছে। কারণ আমি সবসময়ই দলকে প্রাধান্য দিয়েছি। প্রকৃতপক্ষে এই মৌসুমে যা ঘটেছে তা আমার হৃদয়কে অনেক আঘাত করেছে।’ শনিবার রিয়ালের ভালদেবেবাসে শেষ অনুশীলন করেন খেদিরা। এরপরই তিনি ইন্সটাগ্রামে লিখেন, ‘ভালদেবেবাসে এটাই শেষ অনুশীলন। আমি চলে যাচ্ছি কিন্তু নিশ্চিতভাবেই ক্লাব রিয়ালকে মিস করব। সেইসঙ্গে ক্লাবের কর্মকর্তা এবং অবিশ্বাস্য সতীর্থদেরও।’ পাঁচ বছর আগে স্টুটগার্ট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। স্প্যানিশ ক্লাব ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল কিংবা লিভারপুলে নতুন করে ঠিকানা গড়তে পারেন।
×